মুসলমানদের অন্যতম প্রধান উত্সব ঈদ উল ফিতর। এক মাস রোজা রাখার পর রমজানের শেষ লগ্নে পালিত হয় খুশির ঈদ। এই উত্সবকে অনেকেই মিঠি ঈদ বলে থাকেন কারণ এই দিন মুসলমান ধর্মালম্বীরা তাদের উপবাস ভাঙেন। এই দিন শের খুরমা এবং কিমামি সেবাইয়ানের মতো মিষ্টি খাবার তৈরি করা হয়।
এই দিনে বন্ধু-বান্ধব প্রিয়জনদের সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। কিন্তু যারা ব্যক্তিগত ভাবে দেখা করতে পারেনা তারা সামাজিক মাধ্যমের সাহায্যে প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠান।