সারা দেশে আজ পালন হতে চলেছে ঈদ-উল-আধা। এটা একটা আরবিক ভাষা এই শব্দের অর্থ ত্যাগের উৎসব। অনেকে একে কোরবানির ঈদ বা বখরি ঈদ বলেও জানে। ইসলাম ধর্মের বড় উৎসবের মধ্যে কোরবানির ঈদ একটি। রমজান মাস শেষ হবার মোটামুটি ৭০ দিনের মধ্যে বখরি-ঈদ পালন করা হয়। আকাশে নতুন চাঁদের ফালি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্সব পালন করে।
উৎসব পালনের সাথে সাথে আত্মীয় পরিজনদের পাঠান ঈদের শুভেচ্ছা বার্তা। শেয়ার করুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেজের মাধ্যমে।