আজ ঈদ-উল- ফিতর! শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর আজ ভারতের ইসলাম ধর্মের মানুষরা ঈদের উৎসব পালন করছেন। প্রকৃতপক্ষে, ঈদ পালিত হয় শাওয়ালের প্রথম দিনে যা ইসলামি হিজরি ক্যালেন্ডারের দশম মাস। এই ঈদ 'ঈদ-আল-ফিতর' (Eid-Al-Fitr), 'ঈদ-উল-ফিতর' (Eid-Ul-Fitr)এবং 'মিঠী ঈদ'(Meethi Eid) নামেও পরিচিত।
ইসলামের পবিত্র রমজান মাসে ২৯দিন রোজা পালন করার পরে, সারা বিশ্বের মুসলমানরা চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এবং চাঁদ দেখার পরের দিন ঈদ উদযাপিত হয়। তবে ভারতের মুসলমানরা ৩০ দিন রোজা রেখেছেন। এদিন সকালে মানুষ ইদগাহ ও মসজিদে নামাজ আদায় করে, এরপর একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মোবারক বলে। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতেই তৈরি করা হয় ঈদের ঐতিহ্যবাহী খাবার।আর দূরে থাকা পরিজনদের ঈদের দিনে পাঠিয়ে দিতে হয় ঈদের শুভেচ্ছা বার্তা।