Happy Bakri Eid Bengali Wishes 2024

আজ ঈদ-উল-আধা,  মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য উৎসব বখরি ঈদ। একে আত্মবলিদানের উত্‍সবও বলা হয়ে থাকে। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস ধু-আল-হিজার দশম দিনে পালিত হয় ঈদ-উল-আধা বা বখরি ঈদ।

ঈদ-উল-আধা এটা একটা আরবিক ভাষা এই শব্দের অর্থ ত্যাগের উৎসব। অনেকে কোরবানির ঈদ বা বখরি ঈদ বলেও জানে। ইসলাম ধর্মের বড় উৎসবের মধ্যে কোরবানির ঈদ একটি। রমজান মাস শেষ হবার মোটামুটি ৭০ দিন বখরি-ঈদ পালন করা হয়। আকাশে নতুন চাঁদের ফালি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্‍সব পালন করে। এই দিন সকালে নামাজ পড়ার পড়ে মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকে। এই ঈদের নাম বখরি ঈদ হওয়ার জন্য দুটি কারণ আছে। প্রথমটি হল এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে কিছু না কিছু কিছু আল্লাহকে উৎসর্গ করে কোরবান করতে হয়। আর এক সময় অবিভক্ত বাংলায় বকরি অর্থাৎ ছাগল ছাড়া অন্য কোনও কোরবানির পশু তেমন একটা পাওয়া যেত না, সেই থেকে ছাগল দিয়ে কোরবানি দেওয়ার কারণেই ঈদ-উল-আধার নাম হয় বখরি ঈদ।

Happy Bakri Eid Bengali Wishes 2024
Happy Bakri Eid Bengali Wishes 2024
Happy Bakri Eid Bengali Wishes 2024
Happy Bakri Eid Bengali Wishes 2024
Happy Bakri Eid Bengali Wishes 2024