Eid 2024: ভারতে ২০২৪ সালে কবে ঈদ-উল-ফিতর, জেনে নিন রমজান ঈদের ইতিহাস ও গুরুত্ব...

ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদ। এই উৎসব পরিচিত ঈদ-উল-ফিতর নামেও। ইসলামিক ক্যালেন্ডারে ১০ শাওয়ালের প্রথম তারিখে পালিত হয় ঈদ বা ঈদ-উল-ফিতর। রমজানের গোটা মাসে রোজা পালনের সমাপ্তি হয় আনন্দের উৎসব ঈদের মাধ্যমে। ২০২৪ সালে সম্ভবত ১১ এপ্রিল পালিত হবে ঈদ-উল-ফিতর। চাঁদ দেখতে পাওয়া যাওয়ায় উপর নির্ভর করে এই উৎসবের দিন৷

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস রমজান। ইসলাম ধর্মে এই মাস বিশেষ গুরুত্ব বহন করে। ইসলাম ধর্মের মানুষেরা এই মাসে খুঁজে পায় আধ্যাত্মিক শান্তির অনুভূতি। রমজানের গোটা মাস ইসলাম ধর্মের মানুষেরা রোজা রাখে। এই রমজান মাসের শেষের ইঙ্গিত বহন করে ঈদ-উল-ফিতর উৎসব। ২০২৪ সালে ভারতে রমজান শুরু হয় ১১ মার্চ এবং শেষ হবে ১০ অথবা ১১ এপ্রিল। চাঁদ দেখার উপর নির্ভর করে এই তারিখগুলি পরিবর্তিত হয় বা তারিখ ঠিক করা হয়।

ঈদ-উল-ফিতরের সূচনা হয় ৬২৪ খ্রিস্টাব্দে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজানের মাসেই পবিত্র কুরানের প্রথম দর্শন পেয়েছিলেন নবী মুহাম্মদ। এরপরই রমজানের গোটা মাস ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করার নির্দেশ দিয়েছিলেন তিনি। মান্যতা রয়েছে যে রমজানের গোটা মাস সারাদিন উপবাস করলে জীবনে সুখ, সমৃদ্ধি, সম্প্রীতি এবং শান্তি আসে।