Durga Puja (Photo Credit: X)

Durga Puja 2025: বোধন থেকে দশমী, ৫ দিন ধরে চলে দুর্গা পুজো (Durga Puja 2025)। এই ৫ দিন ধরে বাঙালি যেভাবে পুজোকে উপভোগ করে, আনন্দ চেটেপুটে নেয়, তাকেই বলে শারদ উৎসব। আর এই শারদ উৎসব উপলক্ষ্যে বাংলা-সহ গোটা কলকাতার পুজো ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়। কলকাতার (Kolkata Durga Puja) বিভিন্ন বনেদি পরিবারের পুজো থেকে বড় বড় প্যান্ডাল, নয়া থিমে ভরে ওঠে গোটা কলকাতা শহর। তবে কলকাতা থেকে বর্তমানে কোনও অংশে পিছিয়ে নেই জেলার পুজো। জেলার বিভিন্ন পুজোতেও এখন থিমের ছড়াছড়ি।

আরও পড়ুন: Durga Puja 2025: মহালয়ার পর দেবী দুর্গা কখন আসেন পিতৃগৃহে, কোনদিন উমাকে কোন রূপে পুজো করে বাঙালি দেখুন

বোধন থেকে দশমী পর্যন্ত  দুর্গা পুজোয় কোন কোন দিন কী নিয়ম পালন করা হয়...

ষষ্ঠীতে (Sasthi) হয় দেবীর বোধন। এইদিন বিভিন্ন বনেদি বাড়ি থেকে দুর্গা উৎসব কমিটির প্যান্ডালে দেবী মূর্তি আনা হয়। তারপরই শুরু হয় বোধনের পুজো।

ষষ্ঠীর পর সপ্তমীতে (Saptami) হয় মায়ের পুজো শুরু। সপ্তমী সকালে কলা বউ স্নান করিয়ে শুরু হয় পুজোর দ্বিতীয় দিন।

অষ্টমীতে (Ashtami) দুর্গাকে বৈষ্ণব মতে পুজো করা হয়। এইদিন রাজ্যের বিভিন্ন জায়গা তো বটেই বেলুড় মঠে করা হয় কুমারী পুজো। এইদিন দেবী দুর্গাকে সম্পূর্ণ অন্যরকমভাবে পুজো করা হয়। অষ্টমীতে প্রায় গোটা দেশ জুড়ে দুর্গাষ্টমী পালন করা হয়।

নবমীতে (Nabami) দেবী দুর্গাকে শাক্ত মতে পুজো করা হয়। এইদিন দেবী দুর্গার পুজো অনেকে বলি দিয়ে সম্পন্ন করেন। তবে এখন চালকুমড়ো বা লাউ বা আখ বলি দিয়ে সম্পন্ন করেন। পশু বলি প্রথা প্রায় উঠেই গিয়েছে। তাই বিভিন্ন সবজি বা ফল দিয়ে বলি প্রথা সম্পন্ন করা হয়।

দশমীতে (Dashami)  হয় মায়ের বিদায়। দশমীতে অনেক জায়গায় প্রথমে দর্পণ বিসর্জন হয়। তারপর মা দুর্গার বিদায়ের আগে যাত্রা মঙ্গল পড়ানো হয়। যাত্রা মঙ্গল পড়িয়ে তবেই দেবী দুর্গাকে বিদায় জানানো হয়।