Durga Puja 2025: দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। আর ২ দিন বাকি, দুর্গা পুজো শুরু হতে। অর্থাৎ আজ তৃতীয়া। মায়ের আগমণের আগেই বাঙালি মেতে উঠেছে হাসি, খুশিতে। দুর্গা পুজো (Durga Puja) শুরু হতে আর ২ দিন বাকি থাকলেও, উত্তর এবং পশ্চিম ভারতে কিন্তু নবরাত্রি শুরু হয়েছে। নবরাত্রির (Navratri) আজ ৪ দিন। ফলে ভারতবর্ষের বহু অংশের মানুষ নবরাত্রির পুজো, উপবাস শুরু করেছেন ভক্তভরে।
নবরাত্রি এবং দুর্গা পুজোর সময় কম, বেশি করে একই রকম থাকলেও, দুই উৎসবে রয়েছে বহু পার্থক্য। দুর্গা পুজো এবং নবরাত্রি, দুই উৎসবেই শক্তির আরাধনা করা হয় ঠিকই তবে তা ভিন্ন রূপে।
আরও পড়ুন: Durga Puja 2025: মা দুর্গার শক্তিপীঠ কোনগুলি, বাংলায় কতগুলি সতীপীঠ রয়েছে, তার গুরুত্ব কী জানুন
দুর্গা পুজো এবং নবরাত্রির মধ্যে কী কী পার্থক্য রয়েছে দেখুন
উত্তর এবং পশ্চিমভারতে উদযাপন করা হয় নবরাত্রি। ৯ দিন ধরে পুজো চলে। উপোস, নাচ, গান, পুজো চলে এই ৯ দিন ধরে। ৯ দিন ধরে পুজো চলার পর দশেরায় শেষ হয় এই নবরাত্রির পালা।
অন্যদিকে দুর্গা পুজো ৫ দিনের। পশ্চিমবঙ্গ (West Bengal Durga Puja) অর্থাৎ বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পুজো। বাংলার পাশাপাশি অসম এবং ওড়িশার বেশ কিছু জায়গাতেও দুর্গা পুজো হয়।
নবরাত্রিতে দুর্গার ৯ রূপের পুজো করা হয়।
দুর্গা পুজো শুরু হয় ষষ্ঠীর বোধন থেকে। শেষ হয় দশমীতে। এই দিনে দেবী দুর্গা মহিষাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। দেবীর দুর্গার হাতে দুষ্টের দমন হয়ে যে শিষ্টের পালন হয়েছিল, তাকেই বাঙালি উদযাপন করে এই ৫ দিন ধরে।
নবরাত্রির সময় পুজো অর্চনা হলেও, নাচ, গানও প্রাধান্য পায় এই উৎসবে।
অন্যদিকে ভক্তিভরে পুজো, অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ, ধুনুচি নাচ, বিজয়ার সিঁদূর খেলায় মিলেমিশে একাকার হয়ে যায় দুর্গা পুজো।
নবরাত্রিতে ডান্ডিয়া নাচের চল রয়েছে। গুজরাট থেকে দেশের অন্য কিছু অংশেও নবরাত্রির সময় মানুষ ডান্ডিয়ায় মেতে ওঠেন।
দুর্গা পুজোর ৫ দিন বাঙালি নিত্য নতুন পোশাক পরে প্যান্ডাল ঘুরতে বেরোয়। সকাল থেকে রাত জেগে ঠাকুর দেখাই হল এই পুজোর অন্যতম কারিগর।
নবরাত্রিতে উপোস করে নিরামিষ ভক্ষণ করেন মানুষ। ওই ৯দিন পেঁয়াজ, রসুনের মত তামষিক খাবার কেউ স্পর্শ করেন না।
দুর্গা পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উপোস করে পুজো, অঞ্জলি দেওয়া হয়। তবে অনেকে নিরামিষ খাবার খান। কেউ কেউ আমিষ খাবারে উদরপূর্তি করেন। বাঙালির পুজোয় তাই উপোস করে অঞ্জলি দেওয়ার পালা থাকলেও রয়েছে উদরপূর্তির জন্য হরেকরকম খাবার। এই সময় বাঙালি, আমিষের নিত্য নতুন খাবার থেকে নজর ঘোরাতে পারে না কোনওক্রমে।
নবরাত্রিতে দেবী দুর্গা একাধিক রূপের পুজো হয়। যার মধ্যে রয়েছে শিলাপুত্রী, ব্রক্ষ্মচারিণী, চন্দ্রঘটা, কুশমন্দা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।
অন্যদিকে মহিষাসুরের মত রাক্ষসকে বধ করে দেবী দুর্গা সৃষ্টির যে কল্যাণ করেছিলেন, সেই শক্তি রুপেরই পুজো করা হয় ৫ দিন ধরে।
তাই নবরাত্রি এবং দুর্গা পুজো প্রায় একই সময়ে পড়লেও, দুই উৎসবের রং,রূপ সব আলাদা। তাই মানুষও পালন করেন একেবারে ভিন্ন রূপে।