Durga Puja 2023: প্রবাসের পুজো, ব্রিটেনের সেরা পুজোগুলি দেখে নিন এক ঝলকে
Durga Puja (Photo Credit: Wikipedia)

আর কয়েকদিন পর শুরু হবে বাঙালির প্রাণের উৎসব। গোটা বাংলার সঙ্গে দেশ, বিদেশের বিভিন্ন প্রান্তেও শুরু হবে দুর্গা পুজো। ফলে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন পুজো মণ্ডপগুলি। দেশের বাইরে অর্থাৎ ব্রিটেনের কোন কোন দুর্গা পুজোগুলি সবচেয়ে জনপ্রিয়, তা দেখে নিন এক ঝলকে...

সনাতনী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্ঘা পুজো ব্রিটেনের অন্যতম সেরা পুজো হিসেবে মান্যতা পায়।

লন্ডন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গা পুজোও বেশ নামকরা।

লন্ডনের ক্যামডেনের দুর্গা পুজো ঘিরে প্রবাসী বাঙালিদের উৎসাহ থাকে তুঙ্গে।

পঞ্চমুখী দুর্গা পুজোও ব্রিটেনের অন্যতম। পুজোর ৫দিন ধরে বাঙালিদের মধ্যে এখানে উন্মাদনা চোখে পড়ে।

উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা পুজোও বেশ নামকরা ব্রিটেনে।

সবকিছু মিলিয়ে শারদ উৎসব ঘিরে ব্রিটেনের বাঙালিদের মধ্যে চরম উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ে।