Credits: Pixabay

Dreams Meaning: স্বপ্নে পূর্ব পুরুষ (Ancestors) হাজির হচ্ছেন? ক্রমাগত স্বপ্নে পূর্ব পুরুষের হাজিরা কী বা কোন ধরনের অর্থ বহন করে জানেন? স্বপ্ন এক ধরনের রহস্যময় জিনিস। জেগে থাকা অবস্থায় মানুষ যেভাবে সচেতন থাকেন, ঘুমিয়ে পড়লে সেই মানুষ কার্যত অচৈতন্য হয়ে পড়েন। তাই ঘুমের মাঝে মানুষ যেভাবে অচৈতন্য হয়ে পড়েন, তখন থেকেই তাঁরা স্বপ্ন দেখতে শুরু করেন।

মানুষ যখন স্বপ্ন দেখেন সেই সময় এমন কিছু ছবি তাঁদের চোখের সামনে আসে, যা অচৈতন্য অবস্থাতেই সম্ভব। সচেতন অবস্থায় থাকলে মানুষের পক্ষে এই ধরনের স্বপ্ন দেখা সম্ভব নয়। অনেক সময় মানুষ স্বপ্নের মধ্যে প্রিয়জনকে দেখেন। যা গভীর অর্থবহ বলে অনেকে মনে করেন। পূর্ব পুরুষকে স্বপ্নে দেখলে তার মানে কী, তা নিয়ে অনেকেই চিন্তাভাবনা করেন।

স্বপ্নের বিজ্ঞান এমন একটি বিষয় যা স্বপ্নকে কেবল মানসিক কার্যকলাপ হিসেবে নয়,  ভবিষ্যতের লক্ষণ হিসেবেও অনেক সময় বিবেচনা করে। এই বিজ্ঞান অনুসারে, স্বপ্ন মানুষের অভ্যন্তরীণ আবেগ, অপূর্ণ আকাঙ্খার সামিল। অনেক সময় এই স্বপ্ন ভবিষ্যতের ভাল কিংবা খারাপ দিকের ইঙ্গিত করে বলেও ধরে নেওয়া হয়।

বলা হয়, কোনও মানুষ যখন একই স্বপ্ন বার বার দেখেন, তাহলে তার একটি বিশেষ মানে রয়েছে। একাধিকবার দেখা স্বপ্নকে কখনও উপেক্ষা করা উচিত নয় বলে মনে করা হয়।

বিশেষ করে এই বার বার দেখা স্বপ্ন যদি পূর্ব পুরুষের সঙ্গে সংযোজিত হয়, তাহলে তা জীবনের বিশেষ লক্ষ্মণ হতে পারে। সেই সঙ্গে এর বিশেষ কার্যকারণ থাকতে পারে বলেও মনে করেন অনেকে।

যদি কোনও ব্যক্তি দেখেন, তাঁর পূর্বপুরুষ মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছেন, তাহলে এই স্বপ্নটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূর্বপুরুষ তাঁর উপর খুশি এবং আশীর্বাদ করছেন বলে মনে করা হয়।

আরও পড়ুন: Dead Relatives in Dreams: মৃত আত্মীয়দের স্বপ্নে দেখছেন বার বার? সাবধান, আপনাকে সাবধান করছেন পূর্বজরা, এমন হলে পিতৃপক্ষে কী করবেন জানুন পরামর্শ

এসবের পাশাপাশি পূর্ব পুরুষ মাথায় হাত বুলিয়ে দিতে কেউ দেখলে মনে করা উচিত, সমস্যার সমাধান আসন্ন। অনেকদিন ধরে ঝুলে থাকা সমস্যা নিয়ে তাঁকে আর বেগ পেতে হবে না বলেও ধরে নেওয়া হয় এই স্বপ্ন থেকে।

পূর্ব পুরুষ যদি বংশজের স্বপ্নে এসে কিছু চেয়ে থাকেন, তাহলে বুঝতে হয়, তাঁর অপূর্ণ ইচ্ছে রয়ে গিয়েছে। তাই তিনি বংশজের স্বপ্নে এসে সেই জিনিস চাইছেন।

আর এক ধরণের স্বপ্নকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। যখন পূর্ব পুরুষ আপনার দিকে তাদের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে সাহায্য করতে চাইছেন।

আপনার সমস্যা পূর্বপুরুষ বোঝেন, তাই আপনাকে তাঁরা সাহায্য করতে চান বলে ধরে নেওয়া হয়।

ঘুমের মাঝে পূর্ব পুরুষ যদি আপনার শিয়রে এসে দাঁড়ান, তাহলে বুঝতে হবে, কোনও বড় সমস্য়া শেষের কাছাকাছি।

তবে পূর্ব পুরুষ যদি আপনার পায়ের কাছে এসে দাঁড়ান, তাহলে বুঝতে হবে সমস্য়া আসন্ন।

পুরনো সমস্যা আরও চেপে বসতে পারে আপনার উপর। এমন ইঙ্গিত দেয়, যখন পূর্ব পুরুষ আপনার পায়ের কাছে এসে দাঁড়ায়।

পূর্ব পুুরুষ বার বার স্বপ্ন আসা মাত্রই যদি উধাও হয়ে যান, তাহলে সতর্ক হওয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ আপনি কোনও বড় সমস্যার মুখোমুখি হতে চলেছেন বলে মনে করা হয়।

বার বার পূর্ব পুরুষকে স্বপ্ন দেখলে, তাকে কখনও অবজ্ঞা করা উচিত নয়। পূর্ব পুরুষ যদি বার বার আপনার স্বপ্নে আসেন, তাহলে তার কী মানে, তা গুণী মানুষের কাছে শোনার চেষ্টা করুন।