Dreams, Representational Image (Photo Credit: Pixabay)

Dead Relatives in Dreams: শুরু হয়েছে পিতৃপক্ষ। গণপতি বিসর্জনের পরদিন থেকেই শুরু হয় শ্রাদ্ধ পূর্ণিমা বা পিতৃপক্ষ (Pitru Paksha)। মহালয়ার আগের দিন পর্যন্ত চলে এই পিতৃপক্ষ। মহালয়া শুরুর আগের দিন পর্যন্ত পিতৃ পুরুষকে তর্পণ, তাঁদের আত্মার উদ্দেশে নিবেদন, মন্ত্রোচ্চারণ, নির্দিষ্ট পুজো করার রীতি রয়েছে হিন্দু ধর্মে।

দেবীপক্ষ শুরুর আগে যে শ্রাদ্ধ পূর্ণিমা বা পিতৃ পক্ষের অবসর রয়েছে, সেই সময় আপনি স্বপ্নে পিতৃ পুরুষকে দেখতে পারেন। আপনার স্বপ্নে আসতে পারেন পিতৃ পুরুষরা। এই সময় যদি পিতৃ পুরুষ আপনার স্বপ্নে আসেন, তার নানা মানে থাকতে পারে। মৃত্যুর পর স্বপ্নে পিতৃ পুরুষের দেখা পাওয়া (Dead Relatives in Dreams) বিশেষ করে পির্তৃ পক্ষে, তা অন্য মানে বহন করে।

আরও পড়ুন: Pitru Paksha 2025: চলছে পির্তৃপক্ষ, পূর্ব পুরুষকে জলদান করবেন কিন্তু এই জিনিসগুলি ভুলেও কিনবেন না, অসন্তুষ্ট হন পূর্বজরা

আপনি যদি পিতৃপক্ষের দিনগুলিতে পিতৃ পুরুষকে নিয়ে কিছু স্বপ্ন দেখেন, তাহলে এর মানে কী হতে পারে। স্বপ্ন শাস্ত্র কী বলছে, দেখে নিন...

আপনি যদি ঘুমের ঘোরে স্বপ্নে পিতৃ পুরুষকে দেখেন, তাহলে তাঁদের কীভাবে দেখতে পাচ্ছেন, তা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর।

আপনি যদি দেখেন স্বপ্নে পিতৃ পুরুষ হাসছেন, তাঁরা খুশি, তাহলে জানবেন, অন্য কোনও লোক থেকে পূর্ব পুরুষ আপনাকে আশীর্বাদ করছেন।

পিতৃ পুরুষকে স্বপ্নে হাসি খুশি দেখলে মনে করবেন,  আপনার কাজে তাঁরা সন্তুষ্ট।

স্বপ্নে যদি পূর্ব পুরুষ আসেন এবং তাঁদের দুঃখ, কষ্ট দেখতে পান, তাহলে বুঝবেন, তাঁরা কোনও দানের আশা করছেন। অর্থাৎ দুঃখী অবস্থায় পূর্ব পুরুষ স্বপ্নে হাজির হলে, আপনি শ্রদ্ধ পূর্ণিমায় কিছু নিয়ম পালন করুন। পিতৃ পুরুষকে তর্পণ করুন। তাঁদের শান্ত করুন। এমন মনে করা হয়।

স্বপ্নে পিতৃ পুরুষ যদি আপনাকে কোনও কাজ স্মরণ করান, তাহলে বুঝবেন, কিছু অসমাপ্ত কাজ আপনাকে পূরণ করতে হবে।

জমিজমা সংক্রান্ত হোক বা টাকা পয়সা, স্বপ্নে যদি পিতৃ পুরুষ কোনও কাজ স্মরণ করান, তাহলে ততক্ষণাৎ আপনাকে তা পূরণ করতে হবে। এমন মনে করা হয়।

পিতৃ পুরুষ স্বপ্নে হাজির হয়ে যদি আপনাকে কোনও সতর্কতা দেন অর্থাৎ অসুস্থতা হোক বা কোনও সঙ্কটের ইঙ্গিত, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক হতে হবে। স্বপ্নে পিতৃ পুরুষ কোনও ইঙ্গিত দেওয়া মানে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে নিজের এবং আপনজনের জীবনের প্রতি। এমন মনে করা হয়।

স্বপ্নে পিতৃ পুরুষকে অশান্ত দেখালে মনে করতে হবে, তাঁরা আপনার কাজে খুশি নন। বিশেষ কিছু কাজ বা তর্পণের মাধ্যমে তাঁদের খুশি এবং সন্তুষ্ট করতে হবে বলে মনে করা হয়।

ক্রমাগত পিতৃপক্ষে পিতৃপুরুষকে দেখতে পেলে কিছু কাজ আপনাকে অবশ্যই করতে হবে... 

ব্রাক্ষ্মণ ভোজন করান

তর্পণ করুন

পণ্ডিত মানুষের কথা মত কিছু নিয়ম, আচার পালন করুন

পিতৃমন্ত্র জপ করুন

পিতৃপক্ষের সময় পিতৃ পুরুষের আপনার স্বপ্নে আনাগোনাকে তাই হিন্দু শাস্ত্রে বিশেষ ইঙ্গিত বলেই মনে করা হয়। তাকে কখনও হেলাফেলা করবেন না।