Diwali Lakshmi Puja (Photo Credit: Latestly)

Diwali 2025 Correct Date: হিন্দু শাস্ত্রে দীপাবলির (Diwali 2025) গুরুত্ব অপরসীম। দীপাবলির দিন যেমন কালী পুজো হয়, তেমনি লক্ষ্মী পুজোও হয় বহু বাড়িতে। কালী পুজোর (Kali Puja) রাতে যে লক্ষ্মী পুজো করা হয়, তাকে দিপান্বিতা লক্ষ্মী পুজো বলা হয়। অমাবস্যা তিথিতে অলক্ষ্মী বিদায় করে এই লক্ষ্মী পুজো করা হয়।

দেশ জুড়ে দীপাবলিতে পালন করা হয় আলোর উৎসব। অন্ধকারকে দূরে সরিয়ে যে আলোর উৎসব পালিত হয়, তাকেই দীপাবলি হিসেবে চিহ্নিত করা হয়। কার্তিক মাসে কালী পুজোর রাতে যে দীপাবলি পালন করা হয়, তাকে বছরের সবচেয়ে অন্ধকার রাত হিসেবে চিহ্নিত করা হয়। আর এই রাতেই মা কালীর আরাধনার পাশাপাশি ধনলক্ষ্মীর পুজোও হয় বহু গৃহস্থ বাড়িতে।

এ বছর ২০ এবং ২১ অক্টোবর পড়েছে অমাবস্যা। তাহলে কবে আপনি লক্ষ্মী পুজো করবেন তা নিয়ে বহু দ্বিমত রয়েছে।

আরও পড়ুন: Karwa Chauth 2025: চন্দ্র দর্শন করে স্বামীর দিকে চোখ তুলে তাকিয়ে মঙ্গল কামনার নামই করওয়া চউথ, দেখুন সধবা মহিলারা কীভাবে মেহেন্দি পরবেন বিশেষ দিনে

লক্ষ্মী পুজো নিয়ে জ্যোতিষীরা কী বলছেন 

লক্ষ্মী পুজো হবে ২০ অক্টোবর। এদিন সন্ধে ৭.০৮ মিনিট থেকে শুরু হচ্ছে লক্ষ্মী পুজোর মুহুরৎ। চলবে রাত ৮.১৮ মিনিট পর্যন্ত। ওই সময়েই আপনাকে লক্ষ্মী পুজো শুরু করতে হবে অলক্ষ্মী বিদায় করে।

লক্ষ্মী পুজোর মোট সময় কাল ১ ঘণ্টা ১১ মিনিট।

প্রদোষ কাল পড়ছে সন্ধে ৫.৪৬ মিনিট থেকে। চলবে রাত ৮.১৮ মিনিট পর্যন্ত।

বৃষভ কাল পড়ছে সন্ধে ৭.০৮ থেকে রাত ৯.০৩ মিনিট পর্যন্ত।

দীপাবলি বা লক্ষ্মী পুজো নিয়ে এত বিভ্রান্তি তৈরি হচ্ছে কেন?

অমাবস্যার সময়সীমা যদি ২ দিন পড়ে, তাহলে লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে গোলযোগ শুরু হয়। এই বছরও সেই সমস্যা তৈরি হয়েছে। এই বছর  ২০ এবং ২১ অক্টোবর উভয় দিনেই পড়েছে অমাবস্যা। তাই, শাস্ত্র অনুসারে, লক্ষ্মী ও গণেশের পুজো এবং প্রদীপ দান করার জন্য কোন দিনটি সবচেয়ে শুভ এবং উপকারী তা জানা গুরুত্বপূর্ণ।