ধনতেরাসে (Dhanteras) সোনা (Gold) বা রুপো (Silver) অথবা যে কোনও ধাতু কেনাকে শুভ বলে মনে করা হয় ভারতবর্ষে। দীপাবলি শুরুর ৫ দিন আগে থেকে শুরু হয় ধনতেরাস। দীপাবলির আগের ৫ দিনে যে কোনও সময় আপনি সোনা বা রুপো কিনতে পারেন। যা আপনার সৌভাগ্যকে বয়ে আনবে। এমনই মনে করা হয়। দীপাবলির প্রথম দিনকে ধনত্রয়োদশী বলে। যেদিনে কুবেরের পুজো করার রীতি প্রচলিত। কুবেরের পুজো অর্থাৎ ওই দিন সোনা, রুপো কেনাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।
২৯ অক্টোবর সন্ধে ৬.৫৭ থেকে ৮.২১ পর্যন্ত শুভ মুহরৎ থাকবে। তার আগে প্রদোষকাল শুরু হবে বিকেল ৫.৫৫ থেকে। প্রদোষকালও থাকবে ৮.২১ পর্যন্ত। বৃষভকাল শুরু হবে আজ ৬.৫৭ মিনিট থেকে। থাকবে রাত ৯টা পর্যন্ত। অন্যদিকে ২৯ অক্টোবর ত্রয়োদশী তিথি শুরু হবে সকাল ১০.৩১ থেকে থাকবে ৩০ অক্টোবর দুপুর ১.১৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি ধাতু কিনতে পারেন, তাহলে তা আপনার সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণিত হবে।
আরও পড়ুন: Kali Puja 2024: কালী পুজোর কড়া নিয়ম, ভক্তিভরে কী কী ভোগ নিবেদন করবেন পুজোর স্থানে, দেখে নিন
তবে প্রদোষকালে অর্থাৎ ২৯ অক্টোবর বিকেল ৫.৫৫ থেকে রাত ৮.২১-এর মধ্যে যদি কেউ সোনা, রুপো কেনেন, তাহলে সৌভাগ্য ফিরতে শুরু করবে। এমনই মনে করা হচ্ছে। সোনা, রুপোর পাশাপাশি তামা, স্টিলের বাসনপত্রও ধনতেরাসে কিনতে পারেন সৌভাগ্য ফেরাতে।