বড়দিনের উৎসব প্রায় দোরগোড়ায়। বছর শেষের এই উৎসবের মেতে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনেকেই। একে আগামীকাল বড়দিন, তার উপর ক্রিসমাস ইভ রবিবার— ছুটির দিনে উৎসব পালনের আলাদাই মজা রয়েছে। ইতিমধ্যে অনেকেই পরিকল্পনা সেরে রেখেছেন বড়দিনের। পার্টি, আনন্দ, উল্লাসে এ দিন মেতে উঠবে শহর-মফস্‌সল। তারই মাঝে শুভ দিনের প্রাক মুহুর্তে  'লেটেস্টলি' (LatestLY) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)