ছট পুজো (Chhath Puja) সূর্য দেবতার উপাসনার উৎসব যিনি তার আলো দিয়ে বিশ্বকে আলোকিত করেন এবং মানুষকে শক্তি ও জীবন দেন, আসলে সূর্য দেবতাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যই এই দিন পালন। শুক্ল চতুর্থী থেকে শুরু হওয়া উৎসবের আজ তৃতীয় দিন। আজকের ষষ্ঠী তিথিতে পূজিত হন সূর্য দেব ও ষষ্ঠী মাতা। ছট উৎসবের তৃতীয় দিন অর্থাৎ ষষ্ঠী তিথিতে ছট পুজোর প্রধান পুজো করা হয়। এ দিন সন্ধেবেলা সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। এ বছর ছট পুজো ২০ অক্টোবর পালন করা হবে। তাই আজ সূর্যাস্তের সময় বাঁশ বা পেতলের কুলোয় ঠেকুয়া, কলা, নানান মরশুমি ফল, কাঁচা হলুদ, নারকেল, বাতাবি লেবু ইত্যাদি সাজিয়ে সন্ধে নাগাদ নদী বা কোনও জলাশয়ে নিয়ে যাওয়া হয়। যিনি উপবাস করেন, তিনি সেই নদী বা জলাশয়ে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে থেকে সূর্যের উপাসনা করেন। এর পর ওই কুলোয় দুধের অর্ঘ্য দিয়ে পুজোর প্রধান দিনের নিয়ম আচার সম্পন্ন হয়। খরনার সন্ধে থেকে ফের নির্জলা ব্রত পালন শুরু হয়। ষষ্ঠীর দিনও উপবাসী নির্জলা ব্রত পালন করেন।
এই উৎসবের সকালে আপনাদের পরিবার ও বন্ধুদের জন্য রইল ছট পুজোর শুভেচ্ছা বার্তা।