India National Elections 2024 Rangoli Design Videos: রঙ্গোলির বাহারে সেজে উঠুক গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, দেখুন ভিডিও
Election Rangoli Designs (Photo Credits: @ceotripura/X and ecisveep)

Elections Rangoli Design: ভোট মানেই গণতন্ত্রের  (Democracy) সবচেয়ে বড় উৎসব। আজ দেশে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সাত ধাপের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল ৭টায় শেষ হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। ভারতে এবার ভোট প্রয়োগ করবেন রেকর্ড সংখ্যক তরুণ ভোটার। ভোটারদের মধ্যে রয়েছে ৮.৪ কোটি পুরুষ, ৮.২৩ কোটি মহিলা এবং ১১৩৭১ জন তৃতীয় লিঙ্গ। প্রথমবারের মতো ৩৫.৬৭ লাখ ভোটার এবং ২০-২৯ বছর বয়সী ৩.৫১ কোটি তরুণ ভোটার রয়েছে।

ভোট উৎসবে কেন্দ্র করে সম্প্রীতি বজায় রাখাতে রঙ্গলি উৎসবের আয়োজন করা হয়। রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনের আগে জোরালো প্রচারে নামেন। প্রচারণার মধ্যে রয়েছে জনসভা, মিডিয়া বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে শহর ও গ্রামাঞ্চলের ভোটারদের কাছে পৌঁছানো। এসবের পাশাপাশি রঙ্গলি নকশা মানুষের মন জয় করতে বেশ কার্যকর।

দেখে নিন কিছু বিশেষ রঙ্গলি ডিজাইন

দেখুন ভিডিও

দেখুন ভিডিও

 

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা করা হবে ৪ জুন।