বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন তথাগত সিদ্ধার্থ৷শুধু জন্মগ্রহণই নয়৷ কথিত, বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগ, তপস্যায় বুদ্ধত্ব প্রাপ্তি এবং মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যুও হয় তাঁর৷ এ বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে ২৩ মে, বৃহস্পতিবার,  বাংলা তারিখ অনুযায়ী ৯ জৈষ্ঠ্য, ১৪৩১।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিছু শুভেচ্ছা বার্তা ও মেসেজ আজ আপনার জন্য নিয়ে এসেছে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla). আপনার বন্ধু, আত্মীয়দের সঙ্গে এই বার্তাগুলো ভাগ করে নিন-