প্রতি বছর বাবা অমরনাথ যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অগুনতি মানুষ। প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের অমরনাথ যাত্রার সূচি। এই বছর অমরনাথ যাত্রা ২৯ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ আগস্ট। লোকসভা নির্বাচনের জন্য ২০২৪ সালের অমরনাথ যাত্রা সময় ২ মাসের পরিবর্তে কমিয়ে করা হয়েছে মাত্র ৪৫ দিনের। অমনারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ এপ্রিল থেকে।
পৌরাণিক বিশ্বাস অনুসারে, গুহায় যেই বরফের শিবলিঙ্গ রয়েছে, তা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত। এই গুহার মধ্যেই ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন অমরত্বের কথা, তাই এই স্থানের নাম অমরনাথ ধাম। কথিত আছে যে চাঁদের সঙ্গে অমরনাথ শিবলিঙ্গের উচ্চতা বাড়তে এবং কমতে থাকে।
মান্যতা রয়েছে অমনারনাথ দর্শন করলে পুণ্য লাভ হয় ২৩টি তীর্থযাত্রার। এছাড়াও মান্যতা রয়েছে যে, কাশীর লিঙ্গ দর্শন ও পুজোর চেয়ে কয়েক গুণ বেশি পুণ্য লাভ হয় অমরনাথ ধামে বাবা বরফানির দর্শন করলে। অমরনাথ যাত্রার সব থেকে ভালো সময় হল গুরু পূর্ণিমা এবং শ্রাবণ পূর্ণিমা। সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথ ধামের উচ্চতা ৩৮০০ মিটার। তাই অমরনাথ যাত্রাকে খুবই কঠিন বলে মনে করা হয়।