Akshaya Tritiya: আজ অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় যা করা হয় তা সারা জীবন অক্ষত থাকে। আজ অক্ষয় তৃতীয়ার তিথি ভোর ৪.১৭ মিনিট থেকে শুরু হয়েছে, তিথি শেষ হবে আগামীকাল অর্থাৎ ১১ মে ভোর ২.৫০ মিনিটে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে প্রিয়জনকে এই তিথির শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন, আপনার জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।