Horoscope Today, 30 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যতগণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ- কাজের জায়গায় ছোটখাটো পরিবর্তন হতে পারে, কিন্তু সেরকম ভাবে প্রভাব না পড়ার সম্ভাবনা, মন খুব আবেগপ্রবণ হয়ে উঠতে পারে ফলতঃ আত্মীয় বা প্রতিবেশীর জন্য প্রচুর ব্যয় করতে পারেন, শরীর পীড়ার সম্ভাবনা।
বৃষ- কর্মক্ষেত্রের অনেকের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন বিশেষ করে কর্তৃপক্ষের,ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট সাফল্য, লেখক শিল্পী সাহিত্যিক সাংবাদিক আইনজীবীদের বিশেষ শুভ, সঞ্চয় বৃদ্ধি।
মিথুন- অর্থব্যয়,স্বজনহানির সম্ভাবনা, কোনও আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন, বিপরীত লিঙ্গের বন্ধুর সাহচর্যের কারণে বদনাম হতে পারে।
কর্কট- মন বেশ আবেগপ্রবণ ও উদার হয়ে ওঠার সম্ভাবনা, জল বা বরফে ঢাকা অঞ্চলে ভ্রমণের ইচ্ছা প্রবল হতে পারে, অথবা উক্ত জায়গায় চলেও যেতে পারেন, ঈশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।
সিংহ- কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, সঞ্চয়, ঋণ থাকিলে তাহা পরিশোধের সূচনা, কিন্তু পতি/পত্নী/সঙ্গীর মধ্যে মনোমালিন্য হতে পারে। এছাড়া শত্রুর উদ্ধব ও শত্রুনাশ হতে পারে।
কন্যা- কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যে কোন নূতন যোগাযোগ, বুদ্ধিজীবীদের সম্মান লাভ, কিন্তু মাতার স্বাস্থ্যহানি হতে পারে।
তুলা- অত্যন্ত সতর্ক হয়ে সমস্ত কাজ করতে হবে কারণ কোনও গুরুত্বপূর্ণ ভুল করতে পারেন যাহা অদূর ভবিষ্যতে কর্মহানির কারণ হতে পারে, উদরের নিম্নভাগের কোনও পীড়া হতে পারে।
বৃশ্চিক- বেশ কিছুটা চাপমুক্ত হতে পারেন, বিপদে পড়ে থাকলেও সেখান থেকে পরিত্রাণের পথ পেয়ে যেতে পারেন, বন্ধু বা আত্মীয় বা প্রতিবেশীর সাহায্য লাভ করতে পারেন, ধৈর্য ধরুন।
ধনু- কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা লাভ, সঞ্চয়, সাহস ও পরাক্রম বৃদ্ধি, বাকসংযম হবার ফলে আপনার গুরুত্ব বৃদ্ধি, লৌহ ও খাদ্য ও পানীয় ব্যবসায় যথেষ্ট উন্নতির সম্ভাবনা।
মকর- কাজের ক্ষেত্রে মোটামুটি ভাবে চলে যাবার সম্ভাবনা, কিন্তু সবকিছুতে অস্থিরতা থাকিবে ও মনঃসংযোগ করতে সমস্যা হতে পারে, আঘাত লাগার সম্ভাবনা আছে।
কুম্ভ- যারা জনসংযোগ ও স্বাস্থ্য বিষয়ে জড়িত তাদের বিশেষ সুযোগ ও সাফল্য লাভ হতে পারে,ব্যবসায়ীদের কাজের সুযোগ বৃদ্ধি, পতি-পত্নীর উন্নতির সম্ভাবনা, সন্তানের শুভ।
মীন- কর্মক্ষেত্রে কিছুটা সাফল্য, আয়ব্যয় সামঞ্জস্য বজায় থাকবে, তবুও মন বেশ অশান্ত থাকতে পারে, পতি পত্নীর মধ্যে ভুল বোঝাবুঝি অব্যাহত থাকবে।