Photo Credit: File Photo

Horoscope Today, 22 March 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ:উচ্চাকাঙ্ক্ষা ভালো, সেটা সফল করার চেষ্টাও করা উচিত- শুধু সামর্থ্যের বেশি কাজ আজ হাতে নেবেন না।

বৃষ:অপ্রয়োজনীয় খরচ আজ এড়িয়ে চলুন, বাণিজ্যিক ক্ষেত্রে কোনও পদক্ষেপের আগে সব দিক খুঁটিয়ে দেখতে ভুলবেন না।

মিথুন:আজ দিনটি কর্মমুখর হবে। কিন্তু ক্লান্তিকর হবে না। কর্মোদ্যমের পুরস্কারও পাবেন হাতে হাতেই দিন শেষে।

কর্কট:আজ অস্থিরতা ঘিরে থাকবে, তাই মাথা ঠাণ্ডা রাখুন। করতে পারলে যে কোনও ক্ষেত্রে সাফল্য পাবেন।

সিংহ:কর্মক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন, তা সফল হবে। শুধু আজ বয়স্কদের সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না।

কন্যা:আজ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। কিন্তু আপনার উদ্ভাবনী শক্তিই সমস্যার সমাধানের পথ দর্শাবে।

তুলা:কর্মক্ষেত্রে আজ সবার প্রশংসা পাবেন। শৈল্পিক কোনও বস্তুর পিছনে আজ খরচের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক: আজ একের পর এক কাজ এসে ঘাড়ে চেপে বসবে। দিনটা ক্লান্তিকর হলেও সন্ধেটা বন্ধুদের সঙ্গে ভালো কাটবে।

ধনু:আজ কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মনে রাখবেন- কঠিন সময় বেশি দিন স্থায়ী হয় না।

মকর:প্রতিদ্বন্দ্বীদের দুরভিসন্ধি এড়িয়ে কাজের চাপ সামলানো আজ দিনশেষে ক্লান্ত করে তুলবে।

কুম্ভ:ইতিবাচক মানসিকতা আজ সারা দিনেই আপনার সঙ্গী হবে; তাই যে কোনও প্রতিবন্ধকতা জয় করতে পারবেন।

মীন:কর্মক্ষেত্রে সাফল্য করায়ত্ত হবে। তবে সহজে নয়, এর জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন আছে।