Photo Credits: ANI

নয়াদিল্লি: খাদ্য পণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির জেরে ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানে। তারপরও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে না ইসলামাবাদ। বুধবার মাঝরাতেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে ভারতে অনুপ্রবেশ করার সময় খতম হয় এক জঙ্গি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে তিনি বলেন, দেশভাগের সময় পাকিস্তানকে ২২ এমএন হেক্টর চাষযোগ্য জমি দেওয়া হয়েছিল। তখন অনেকেই বলেছিল ৩৫ কোটির দেশ ভারত সমস্যায় পড়বে। কিন্ত, আজ তার উল্টো ছবি চোখে পড়ছে। এখন আমাদের জনসংখ্যা ১৩৫ কোটি। এদিকে খাদ্যশস্য উৎপাদন ৩১৫ মেট্রিক টন ছুঁয়েছে।