Assam CM Wife On Zubeen Garg Death (Photo Credit: X)

জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছিল আগেই। এবার  মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুয়াহাটি পুলিশ হেফাজতে নিয়েছে।সিঙ্গাপুর থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামলে মহান্তকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে ধরা হয়েছে সিদ্ধার্থ শর্মাকে। এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুধবার সকালেই এই দুইজনকে গুয়াহাটি আনা হয়েছে। এই ঘটনায় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা সহ মোট ১৪ জনকে তলব করা হয়েছে।

কয়েকদিন আগে জুবিন গর্গের মৃত্যু রহস্য নিয়ে সরব হয়েছিলেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। যথাযথ তদন্তেরও দাবি জানান তিনি। সাংবাদিকদের গরিমা বলেন, "আমরা জানতে চাই তাঁর কী হয়েছিল ? কেন এটা হল এবং কেন এমন অবহেলা হল ? আমরা জবাব চাই।" তাঁর মৃত্যুর আগে যারা তাঁর সঙ্গে ছিলেন তাঁদের "এর উত্তর দিতে হবে" বলেও দাবি জানান তিনি। বলেন, "ওঁরা যখন জানতেন যে ও (জুবিন) সাঁতার কাটার অবস্থায় নেই, তখন ওঁরা কেন ওকে জল থেকে তুললেন না ? ওঁদের এটা করা উচিত ছিল।" গরিমা আরও বলেন, "ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জানতেন যে, জুবিন জল বা আগুনের কাছে যাবে না, কারণ এটা তার এপিলেপটিক সিজার বাড়িয়ে তুলবে। আমি ন্যায়বিচার চাই। আমি আমাদের সব প্রশ্নের যথাযথ তদন্ত ও জবাব চাই। তদন্ত প্রক্রিয়ায় আমার সম্পূর্ণ আস্থা আছে। পরিবার আশা করেছিল, যে সমস্ত মানুষ ওকে সঙ্গে নিয়ে গেছেন তাঁরা ওর যত্ন নেবেন। এখন আমরা বুঝতে পারছি ওঁরা সেটা করেননি।"

অভিযুক্ত মহান্ত এবং শর্মা উভয়কেই ৬ অক্টোবরের মধ্যে গুয়াহাটিতে সিআইডি অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদি তাঁরা তা মেনে না চলেন, তাহলে অসম পুলিশ তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রী বলেন,, "জুবিন গর্গ আমাদের সম্পদ। শ্যামকানু মহান্ত, সিদ্ধার্থ শর্মা এবং আরও কয়েকজনকে আমাদের আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। আমি শ্যামকানু মহান্ত এবং সিদ্ধার্থ শর্মাকে জানাতে চাই যে আপনারা জনগণের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর অসমে থাকুন। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর আইডি অফিসে উপস্থিত থাকুন। যদি আপনারা নির্দোষ হন, তাহলে দয়া করে সিআইডি অফিসে এসে বলুন আপনি কী বলতে চান।"