Zomato: শেয়ার দুনিয়ায় পা রাখতেই ঝড় তুলল জোম্যাটো
Zomato | Image Used for Representational Purpose Only | (Photo Credits: Zomato Logo)

নতুন দিল্লি, ২৩ জুলাই: গত বুধবার শেয়ার মার্কেটের (Share Market) দুনিয়ায় পা রাখে খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। শুক্রবার শেয়ার বাজারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) দাম বেড়ে দাঁড়ায় ১১৬। প্রতি শেয়ারে ৭৬ টাকা দাম থেকে বেড়ে ৫২.৬৩%। দিনের শেষে শেয়ারে দাম দাঁড়ালো বিএসইতে (BSE) ১২৫.২০ টাকা ও এনএসইতে ১২৫.৩০ টাকা।

ফলে বাজারমূল্য বেড়ে ১ লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলল। শেয়ার বাজারে এসেই ‘ইউনিকর্ন’ তকমাও পেয়ে গিয়েছে জোম্যাটো। গত ২০১০-এ শুরু হয়েছিল জোম্যাটোর যাত্রা। দালাল স্ট্রিটে পা রাখতেই লক্ষ পেরিয়ে গেল জোম্যাটো শেয়ার দর। ঘুরল তাদের ভবিষ্যৎ। ইতিহাসে নজির গড়ল খাবার ডেলিভারি সংস্থা। আরও পড়ুন, 'জঙ্গিদের' গতিবিধি জানতে পেগাসাসের ব্যবহার? ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে রাহুলের তোপ মোদী, শাহকে

খাবার পৌঁছে দেওয়ার অভিনব ভাবনা নিয়ে জোম্যাটো তৈরি করেন পঙ্কজ চাড্ডা এবং দীপেন্দ্র সিং গয়েল। পরবর্তী কালে তাতে বিনিয়োগ করে ইনফো এজ এবং চিনের অ্যান্ট গ্রুপ। দেশজুড়ে বেশ বড়সড় লেভার মুখ দেখে সংস্থাটি। শেয়ার বাজারে প্রবেশ করেই নয়া নজির গড়ল জোম্যাটো।