কর্ণাটকে হদিশ মিলল জিকা ভাইরাসের। ৫ বছরের এক শিশু কন্যার রক্তের রিপোর্টে পাওয়া গেছে জিকা ভাইরাসের নমুনা। ইতিমধ্যেই তাকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানান- রাজ্যে এটি প্রথম ঘটনা এবং সরকার সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেন 'আমাদের স্বাস্থ্য বিভাগ এটি পরিচালনা করার জন্য প্রস্তুত'
A 5-year-old girl in Karnataka has tested positive for the Zika virus & has been advised to take precautionary measures. This is first case in state & govt is monitoring the situation carefully. Our dept is well prepared to handle it: State Health Minister K Sudhakar
(File Pic) pic.twitter.com/ZH1n00nYxL
— ANI (@ANI) December 13, 2022
রায়চুরে জিকা ভাইরাসের কেস নিয়ে এক প্রশ্নের জবাবে কে সুধাকর বলেন, “পুণের ল্যাবরেটরি থেকে জিকা ভাইরাসের একটি নিশ্চিত কেস সম্পর্কে আমরা রিপোর্ট পেয়েছি। ৫ ডিসেম্বর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পর ৮ ডিসেম্বর প্রতিবেদন দেওয়া হয়। তিনটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যার মধ্যে দুটি নেগেটিভ এবং একটি পজিটিভ ফল ছিল। তিনি বলেন, কয়েক মাস আগে কেরালা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে জিকা ভাইরাসের কেস পাওয়া গিয়েছিল।কর্নাটকে এটাই প্রথম নিশ্চিত হওয়া জিকা ভাইরাসের ঘটনা। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য সিরাম পরীক্ষা করার সময় এটি সামনে এসেছে। সাধারণত ১০ শতাংশ নমুনা পুণেতে পরীক্ষার জন্য পাঠানো হয়, যার মধ্যে এটি পজিটিভ হয়েছে।