পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে ইউটিউবার জসবীর সিংকে (YouTuber Jasbir Singh Arrested)। অভিযুক্ত জ্যোতি মালহোত্রার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, এবং সেই সূত্রে পাকিস্তানে একাধিকবার যাতায়াত, পাক অফিসার ও আইএসআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে, বুধবার তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। গ্রেফতারির পর মোহালি আদালতে পেশ করা হয়। সেখানে তাঁকে ৩ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তদন্তকারী আধিকারিকদের মতে, পুলিশি জেরায় তাঁর থেকে একাধিক তথ্য উঠে আসবে।

জাট রানধাওয়াকে চিনতেন জসবীর সিং

জানা যাচ্ছে, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ৩ বা্র পাকিস্তানে গিয়েছিলেন জসবীর। সেখানে পিআইও শাকির ওরফে জাট রানধাওয়ার সঙ্গে যোগাযোগ ছিল। এমনকী ভারতে থেকেও পাকিস্তানের একাধিক নম্বরে ফোন, মেসেজ করে নিয়মিত গোপন তথ্যও দিন জসবীর। ইতিমধ্যেই তাঁর ফোন, ল্যাপটক সহ একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলি পাঠানো হয়েছে ফরেন্সিক টিমের কাছে।

দেখুন ভিডিয়ো

দানিসের সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের

এছাড়া ভারতে অবস্থিত পাক হাই কমিশনে আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল জসবীরের। এই দানিসের সঙ্গে আবার ঘনিষ্ঠতা ছিল জ্যোতি মালহোত্রারও। যদিও গ্রেফতারিরা আগে এই সমস্ত অভিযোগ অস্বীকার করছিলেন জসবীর। এমনকী নিজের ফোন থেকে সমস্ত পাক এজেন্টদের নম্বর মুছে ফেলারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।