নয়াদিল্লিঃ সমকামী সঙ্গীর( Partner) হাতে খুন (Murder) ১৬ বছরের নাবালক। কোল্ড ড্রিঙ্কে (Cold Drink) বিষ মিশিয়ে খুন বলে অনুমান। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। জানা গিয়েছে, বেশকিছু বছর ধরে সম্পর্কে ছিল ওই দুই নাবালক। দু'জনে সমকামী তারা। জানা গিয়েছে, গত ২৯ জুন হাঁটতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় নিহত নাবালক। রাত হলেও বাড়ি ফেরেনি সে। এলাকাইয় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। স্থানীয় কিছু বন্ধু মারফত খবর পাওয়া যায়, তাকে ওই সঙ্গীর বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে। সোজা সেখানে গিয়ে হাজির হয় নিহত বালকের বাবা-মা। সেখানে গিয়ে তাঁরা দেখেন, বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ছেলে। পাশেই বসে অভিযুক্ত নাবালক। ছেলেকে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও না ওঠায় ডাকা হয় চিকিৎসককে। এরপর চিকিৎসক এসে তাকে মৃত বলে ঘোষণা করে।
সমকামী সঙ্গীর হাতে খুন নাবালক, শুরু তদন্ত
এরপরই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় নিহতের পরিবার। পুলিশ সূত্রে খবর, কোল্ড ড্রিঙ্কে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে সবটা পরিস্কার হবে। খুনের নেপথ্যে কী কারণ? তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
নাবালককে কোল্ড ড্রিঙ্কে বিষ মিশিয়ে খুন, গ্রেফতার সমকামী সঙ্গী
Mumbai: Tragic End to Same-Sex Relationship As Youth Murders Teenage Partner With Spiked Drink; Arrested#Murder #SpikedDrink #SameSexRelationship #Nagpur #MumbaiPolice #Mumbai
— LatestLY (@latestly) July 7, 2025
Read: https://t.co/o812deZ8Uh
— LatestLY (@latestly) July 7, 2025