Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ শখ করে মাছ(Fish) ধরতে গিয়েছিলেন। কিন্তু শখ মেটানোর পরিণতি যে এহেন ভয়ানক হতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি কেরলের(Kerala) তরুণ। মাছ ধরতে গিয়ে তা গলায় আটকে মর্মান্তিক পরিণতি তরুণের। ঘটনাটি ঘটেছে কেরলের কায়ামকুলামে(Kayamkulam)। মৃত তরুণের নাম আদর্শ ওরফে উন্নি। কায়ামকুলামেরই বাসিন্দা ছিলেন তিনি। বয়স মাত্র ২৫ বছর।

মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি তরুণের

রবিবার বিকেল ৪.৩০ নাগাদ বাড়ির পাশের ধানের জমিতে মাছ ধরতে যান। সঙ্গে ছিলেন বন্ধুরা। বেশ মজা করেই মাছ ধরছিলেন তিনি। একটি মাছ ধরে তা ঠোঁটে চেপে অন্য আরেকটি ধরতে গেলে ঠোঁটে চেপে রাখা মাছটি মুখে ঢুকে যায়। তা গলায় আটকাতেই অজ্ঞান হয়ে যান তিনি।  এরপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৫ বছরের আদর্শ। তড়িঘড়ি তাঁকে অছিরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই মৃত তরুণের দেহ ময়নাতদন্তের জন্য কায়ামকুলাম তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মাছ ধরতে গিয়ে গলায় আটকে মৃত্যু তরুণের