কোলাপুর: সবাই শুভেচ্ছা পাঠাছিলেন ২৫তম জন্মদিনের (birthday)। প্রস্তুতি চলছিল ঘরোয়া অনুষ্ঠানেরও। কিন্তু, এক লহমায় বদলে গেল সবকিছু। এক যুবককে জানানো শুভেচ্ছা কিংবা অভিনন্দনের বার্তাগুলো পরিণত হল শোকবার্তায়। এমন মর্মান্তিক ঘটনা ঘটছে মহারাষ্ট্রের (Maharastra) কোলাপুরের (Kolhapur) সিঙ্গনাপুরে (Shingnapur)।
আর পাঁচটা সাধারণ মানুষের জীবন ছিল প্রণব প্রকাশ পাটিলের (Pranav Prakash Patil)। ছোট বেলায় বাবা মারা যাওয়ার ফলে অল্প বয়সে কাজ শুরু করতে হয়েছিল প্রণবকে। পরে নিজের টাকায় বাড়ি বানিয়ে বিয়ে করেছিল। চলছিল বোনের বিয়ের প্রস্তুতি। এর মাঝেই বৃহস্পতিবার এসে গেছিল ২৫ তম জন্মদিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মোবাইলে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনরা। কোলাপুরের চাম্বুখেরি এলাকায় নতুন বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন ছিল। তারজন্য অফিস থেকে ছুটিও নিয়েছিল প্রণব। সবাই বিভিন্ন ধরনের পরিকল্পনা করলেও নিয়তি কিন্তু অন্য খেলা সাজাচ্ছিল! তারই প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার সকালে। আরও পড়ুন: UP Shocker: জমি দখলের জন্য বোনকে বেধড়ক মারধর করলেন ভাই, মা-কে বাঁচাতে ভিডিও তুললেন নাবালক সন্তান(দেখুন ভিডিও)
ঘুম থেকে ওঠার পর থেকে বুকে যন্ত্রণা শুরু হয় প্রণবের। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা করার সঙ্গে সঙ্গে ইসিজি রিপোর্ট দেখিয়ে চিকিৎসক বলেন কোনও অসুবিধা নেই। একথা শুনে প্রণব বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল সাড়ে চারটে নাগাদ কথা বলতে বলতে আচমকা বুকে প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। তারপরই হার্ট অ্যাটাকে (heart attack) মৃত্যু হয় ২৫ বছর বয়সী ওই তরতাজা যুবকের।
Pranav Prakash Patil of Shingnapur #Kolhapur died by a #heartattack on his 25th birthday: maharastra times
— Abdulkadir/ अब्दुलकादिर (@KadirBhaiLY) December 23, 2022
: