নয়াদিল্লিঃ পুলিশি (Police) হেফাজতে তরুণকে পিটিয়ে হত্যা(Murder)। এই ঘটনায় উত্তাল পঞ্জাবের (Punjab) ফিরোজপুর জেলার ফাজিলকা এলাকা। গত শুক্রবার অবৈধ বালি খননের মামলায় অভিযুক্ত সজন কুমার নামে এক যুবকের রহস্যমৃত্যু হয়। তিনি লামোচর কালান গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বিক্ষোভ ছড়ার গোটা এলাকায়। থানার ঘেরাও করে চলে বিক্ষোভ। জালালাবাদের খনি বিভাগের কর্মচারী ডেলারডিন সিং এবং হেড কনস্টেবল অমরজিৎ ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর বলকার চাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এদিন যুবকের মৃতদেহ আগলে ওয়াট্টু গ্রামের কাছে ফাজিলকা-ফিরোজপুর সড়ক অবরোধ করেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে সজন কুমারকে। মৃতের পরিবার জানায়, আকাশদীপ নামে এক বন্ধুর সঙ্গে এক এলাকা থেকে বালি আনতে গিয়েছিলেন সজন। সেখান থেকেই বালি চুরির অভিযোগে তাঁদের দু'জনকে আটক করে পুলিশ। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি তাঁদের। ছেলে বার বার অনুরোধ করার পরও তাঁকে জল পান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের বাবার।
পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু অভিযুক্তের, পিটিয়ে খুন বলে দাবি পরিবারের
‘Hit on private parts, left to die’: #Fazilka village on edge over teen’s alleged #torture, death in #police_custodyhttps://t.co/gZy6PrtoZi pic.twitter.com/4NBxvmpjBJ
— Ashok Malik (@ashokmalik) September 27, 2025