প্রতীকী ছবি

থানে: চলন্ত ট্রেনের (Moving Train) মধ্যে গর্ভবতী এক মহিলাকে (Pregnant Woman) মারধর (Assault) ও  শ্লীলতাহানি (Molest) করার অভিযোগ উঠেছিল। এর জেরে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার (Arrest) করল পুলিশ। ঘটনাটি ঘটেছে থানে (Thane) থেকে কালওয়া (Kalwa) স্টেশন যাওয়ার পথে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মহারাষ্ট্রের (Maharastra) বাদলাপুরের (Badlapur) বাসিন্দা এক গর্ভবতী মহিলা ডোম্বিভালিতে (Dombivali) তাঁর বাবার বাড়ি যাওয়ার জন্য থানে স্টেশন একটি লোকাল ট্রেনের (local train) বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের (Physically challenged persons) জন্য নির্দিষ্ট কামরায় উঠছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকার জন্যই বিশেষ ওই কামরায় চাপছিলেন। কামরাতে ওঠার সময় একজন নাবালক-সহ দুই সহযাত্রী তাঁকে ধাক্কা মারে (pushed) বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে তিনজনের বচসার মাঝেই ২৬ বছরের সহযাত্রী যুবক ও নাবালক প্রকাশ্যেই গর্ভবতী ওই মহিলাকে মারধর ও  শ্লীলতাহানি করে। সঙ্গে সঙ্গে থানে জিআরপি (GRP)-তে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ট্রেন কালওয়া স্টেশন আসতেই জিআরপি-র একটি দল এসে ট্রেন থেকেই অভিযুক্ত যুবককে  গ্রেফতার করে। আরও পড়ুন: Navjot Singh Sidhu's Wife Diagnosed With Cancer: ক্যানসারে আক্রান্ত সিধুর স্ত্রী, জেলবন্দি স্বামীকে চিঠি