নয়াদিল্লিঃ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Guwahati Medical College and Hospital) চাঞ্চল্যকর ঘটনা। তরুণীর দেহ হাসপাতালে ফেলে যাওয়ার চেষ্টা যুবকের। অবশেষে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ল অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইমরান আলি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে গুয়াহাটি ভাঙাগড় থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে একটি গাড়িতে করে তরুণীর দেহ নিয়ে হাসপাতালে ঢোকে ইমরান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা ট্রলিতে দেহটি ফেলে কোনওরকমে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পালানোর সময় নিরাপত্তারক্ষীদেরহাতে ধরা পড়ে সে। প্রত্যক্ষদর্শীদের মতে, তরুণীর মুখ থেকে ফেনার মতো সাদা-সাদা কিছু একটা বের হচ্ছিল। তা দেখে তদন্তকারীদের অনুমান, বিষ খাইয়ে হত্যা করা হয়েছে ওই তরুণীকে। কী কারণে মৃত্যু তা জানার জন্য মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ইমরানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর সঙ্গে তার কী সম্পর্ক ছিল তা জানার চেষ্টা চলছে।
হাসপাতালে তরুণীর দেহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা, হাতেনাতে পাকড়াও যুবক, তারপর...?
Young woman’s body abandoned at Guwahati Medical College Hospital; man arrested after failed escape attempt - https://t.co/jPiix2TZ6Y
— Assam Front (@assam_front) August 31, 2025