নয়াদিল্লি: বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) পদ্ম পুরস্কার ( Padma awards) প্রদানের অনুষ্ঠানে সৃষ্টি হল আবেগঘন কিছু মুহূর্তের (Touching moments)। যখন গুজরাটের সৌরাষ্ট্র এলাকায় সিদ্দি সম্প্রদায় (Siddi community) ও নারী উন্নয়নের (Women's empowerment) কাজে জীবনের বেশিরভাগ দিন কাটিয়ে পদ্মশ্রী পুরস্কারে (Padma award) সম্মানিত হলেন হীরাবাইবেন ইব্রাহিমবাই লোবি (Hirabaiben Ibrahimbhai Lobi)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Indian President Droupadi Murmu) হাত থেকে পুরস্কার নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেন সমাজের কাজে জীবন অতিবাহিত করা ওই মহিয়সী মহিলা।
President Droupadi Murmu presents Padma Shri to Smt Hirbaiben Ibrahimbhai Lobi for Social Work. A member of the Siddi community of Gujarat, she is known for her works for the Siddi Samaj and empowerment of women in Saurashtra region. pic.twitter.com/pWFm9Yx6bi
— President of India (@rashtrapatibhvn) March 22, 2023
পুরস্কার মঞ্চের সামনে চেয়ার বসে থাকা সমস্ত মন্ত্রী ও অতিথিবর্গের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে দাঁড়িয়ে গিয়ে নিজের ওড়না (Dupatta) পেতে দেন তিনি। তারপর বলেন, "আমার প্রিয় নরেন্দ্র ভাই আপনি আমাদের ঝোলা খুশিতে ভরে দিয়েছেন।"
আদিবাসী মহিলা সংঘ (Advasi Mahila Sangh) বা সিদ্দি মহিলা সংগঠনের (Siddi Woman's Federation) সভাপতি হীরাবাইবেন যখন ৫০ সেকেন্ড ধরে আবেগপ্রবণ হয়ে নিজের অনুভূতি এভাবে ব্যক্ত করছিলেন, তখন নরেন্দ্র মোদির পাশে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিভিন্ন মন্ত্রীরা তাঁকে হাততালি দিয়ে সম্মানিত করছিলেন।
এই ঘটনার ছবি ও কথা প্রকাশ্যে আসার পরেই ৭০ বছরের ওই বৃদ্ধার সরলতার প্রশংসা করতে দেখা গেছে অনেক নেটিজেনকেই। যদিও কেউ কেউ তাঁকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর প্রশংসা করায়। আরও পড়ুন: Income Tax New App: করদাতাদের জন্য সুখবর! বিস্তারিত তথ্য জানাতে নয়া মোবাইল অ্যাপ আয়কর দফতরের
You filled our 'jholi' with happiness, an emotional Padma awardee tells PM Modi
Read @ANI Story | https://t.co/oTenOlfZpf#PMModi #PadmaAwards #PMNarendraModi #PadmaAwards2023 #PresidentMurmu pic.twitter.com/feacEdR27t
— ANI Digital (@ani_digital) March 22, 2023