ঝাঁসি, ১৬ নভেম্বর: Uttar Pradesh Jhansi Hospital Fire: উত্তর প্রদেশের ঝাঁসির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি সদ্যোজাতর মৃত্যুতে দেশজুড়ে শোক ও তীব্র ক্ষোভ। এই ঘটনার পিছনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এত বড় ঘটনার পরেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মোটেও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ব্যস্ত ভোট প্রচারে। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১০ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডের পিছনে যে গাফলতি রয়েছে তা পরিষ্কার। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা বাদে চার সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল যোগী আদিত্যনাথের সরকার। তদন্ত কমিটির প্রধান রাজ্যের ডিজি। সংবাদমাধ্যমে প্রকাশ, হাসপাতালে এক নার্স অক্সিজেন সিলিন্ডারের পাইপের সঙ্গে সংযোগ করার জন্য একটি দেশলাই জ্বালিয়েছিলেন। দেশলাই জ্বলতেই পুরো ওয়ার্ডে আগুন লাগে। তবে এই তত্ত্ব এখনও প্রমাণিত হয়নি।
এই তদন্ত কমিটি আগামী সাতদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট পেশ করবে। কী করে আগুন লাগল, এর পিছনে কে বা কারা দায়ী, গাফলতি কোথায়, কীভাবে হল তা খোঁজা, এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রুখতে কী কী করা উচিত। এই বিষয়গুলি নিয়ে রিপোর্ট জমা দেবে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি।
ঝাঁসির আগুনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি
UP govt sets up 4-member committee to probe Jhansi hospital fire
Read @ANI Story | https://t.co/UBvvusuCVD#JhansiFireIncident #UttarPradsh pic.twitter.com/SarAuTS8cP
— ANI Digital (@ani_digital) November 16, 2024
এদিকে, অগ্নিকাণ্ডে সদ্য়োজাতদের মত ভয়বাহ ঘটনার পরেও যোগী আদিত্যনাথ সরকারী অনুষ্ঠান, নির্বাচনী সভা বাতিল না করায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দলগুলি। ইউপি-তে আগামী বুধবার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। এর পাশাপাশি কাঠগড়ায় যোগী রাজ্যের ভিভিআইপি কালচার। অগ্নিকাণ্ড নিয়ে হাসপাতাল চত্বরের সর্বত্র সন্তানহারাদের হাহাকার শোনা যাচ্ছে, তখনই হাসপাতাল কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে পড়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানাতে!