লখনউ, ২৫ মার্চ: বিধানসভা নির্বাচনে লেটার মার্কস নিয়ে পাশ করার পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। অখিলেশ যাদবের কড়া চ্যালেঞ্জ, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, করোনা কালে সরকারের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও অনায়াসে ইউপি নির্বাচনে পাশ করা থেকে শিক্ষা নিয়ে দু বছর পর ফের কেন্দ্র নরেন্দ্র মোদীকে সরকারে আনতে পরিকল্পনা করছেন যোগী। আপাতত যোগী সরকার উত্তরপ্রদেশে দু বছরের পরিকল্পপনা বেশ কিছু জনমোহনি প্রকল্প, উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে। বিরোধীদের যেভাবে জমি পাচ্ছে না, সেই ধারা বজায় রাখতে হিন্দুত্বের তাসের পাশাপাশি উন্নয়নমূলক কাজ, সামাজিক প্রকল্প আনছে যোগী সরকার।
পরপর দুটো লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সাফল্যের পিছনে উত্তরপ্রদেশের বড় ভূমিকা ছিল। ২০১৪ লোকসভায় ইউপি-তে ৮০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৭১টি, ও সহযোগী দলেরা ৫টি আসন। সেখানে ২০০৯ লোকসভায় উত্তরপ্রদেশে বিজেপি মাত্র ১০টি আসনে জিতেছিল। এরপর ২০১৯ লোকসভায় বিজেপি একাই ইউপিতে জিতেছিল ৬১টি আসন। আরও পড়ুন: গণধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তপ্ত লোহার রোড দিয়ে মহিলাকে বেধড়ক মার, (ভাইরাল ভিডিও)
দেশে ৩০০-র বেশি লোকসভা আসনে জিততে হল উত্তরপ্রদেশে বিজেপি-কে ৬০টি-সনে জিততেই হবে। সম্প্রতি চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পরেও ২০২৪ লোকসভায় বিজেপি-র পক্ষে সবচেয়ে কঠিন হল মহরাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও দক্ষিণের রাজ্যগুলিতে গতবারের মত ফল না হওয়ার সম্ভবনা রয়েছে। তাই কিছুতেই ইউপিতে গতবারের চেয়ে কম আসনে জেতা যাবে না।
এদিকে, সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে যোগী আদিত্যনাথ দলকে ভাল জয় এনে দিলেও, বিরোধীরা আরও সুসংহত প্রচার, একজোট হয়ে নামতে পারলে, ২০২৪ উত্তরপ্রদেশ লোকসভায় বিজেপিকে ৪৫-র নিচে নামানো অসম্ভব হবে না। আর সেটা হলে এনডিএ-র ওপর ভরসা না করে পুরোপুরি একা দেশের মসনদে বসা কঠিন হবে বিজেপি-র। তবে পদ্ম শিবিরের একটাই স্বস্তি কংগ্রেসের হাল একেবারেই খারাপ, আর কংগ্রেসের বাইরে আঞ্চলিক দলগুলির জোট একেবারেই দানা বাঁধছে না। তবু বিজেপি চাইছে আগামী দু বছর ইউপিতে উন্নয়নের ঝড় তুলে ইউপিতে থেকে অ্তত ৭০+টি আসনে জিততে।