বিপজ্জনক ভাবে বাড়তে শুরু করেছে যমুনা নদীর জল। যার ফলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। যমুনার জলে ইতিমধ্যেই রাজধানী এবং সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা প্লাবিত এলাকাগুলি থেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। ময়ূর বিহারে ইতিমধ্যেই কিছু ত্রাণ শিবির খোলা হয়েছে। অবিরাম বৃষ্টিতে যমুনার জল বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে বসবাসকারী লোকজনকে ময়ূর বিহার ফেজ-১ এর কাছে স্থাপিত ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।
ত্রাণ শিবিরে যমুনা সংলগ্ন এলাকার বাসিন্দারাঃ-
#WATCH | Delhi | People residing in the low-lying areas have been shifted to relief camps set up near Mayur Vihar Phase-1 as the and crosses the danger level, following incessant rains. pic.twitter.com/bhhFy8SL6p
— ANI (@ANI) September 5, 2025
কাশ্মীরি গেট এলাকার বিস্তীর্ণ অংশ যমুনার জলে প্লাবিত হয়েছে। আবার সিভিল লাইন্সের বেলা রোডে যমুনার জল ঢুকে পড়ায় ওই এলাকায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই যমুনার জল যমুনা বাজার এবং লোকালয়ে ঢুকে পড়েছে। কোথাও কোমর-সমান, কোথাও হাঁটু-সমান জল। ফলে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। আগের সব রেকর্ড ভাঙার মুখে যমুনার জলস্তর! এমনই আশঙ্কা করছে প্রশাসন। অপেক্ষাকৃত নিচু জায়গাগুলিতে বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন আতঙ্কিত বাসিন্দারা।
লোহা পুলের দৃশ্য, যেখানে অবিরাম বৃষ্টিপাতের ফলে যমুনা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে-
#WATCH | Delhi | Visuals from Loha Pul, where the Yamuna River is flowing above the danger level following incessant rainfall.
Anticipating the possible flood situation, people residing in the low-lying areas have been shifted to safer locations as a preventive measure. pic.twitter.com/Gcl6SwgPWx
— ANI (@ANI) September 5, 2025
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন, যমুনা সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হলেও এই পরিস্থিতির আঁচ পড়বে না শহরের অভ্যন্তরে। পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বতোভাবে প্রস্তুত প্রশাসন বলে জানিয়েছেন তিনি।