নয়াদিল্লিঃ ডাক্তারি (Medical) পরার স্বপ্ন (Dream) দেখেছিল মেয়ে। কিন্তু মেয়ের সেই ইচ্ছে মানতে পারেনি পরিবার। তাই তরুণীকে গলা টিপে খুন (Murder) বাবা ও কাকার। প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হল দেহ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) বনসকাঁঠা জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক বাবা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বাবা কাকার হাতে খুন ১৮ বছরের তরুণী
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম চন্দ্রিকা চৌধুরী। ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন চন্দ্রিকা। নিট পরীক্ষায় ৪৭৮ নম্বর নিয়ে পাশ করেছিলেন। কিন্তু পরিবারকে পড়াশোনার ব্যাপারে পাশে পাননি কখনও। প্রাপ্তবয়স্ক চন্দ্রিকার প্রেম ছিল হরেশ চৌধুরী নামে এক যুবকের সঙ্গে। শিবরামভাই কলেজে পড়াশোনা করতেন তাঁরা। সম্প্রতি একসঙ্গে থাকা শুরু করে এই যুগল। মেয়ের এই আচরণ ভাল চোখে দেখেনি পরিবার। মেয়েকে বাড়ি নিয়ে যান। হরেশের অভিযোগ, বাড়িতে নানাভাবে নির্যাতন শুরু হয় চন্দ্রিকার উপর। সে সব কথা মেসেজ করে প্রেমিক হরেশকে জানাত চন্দ্রিকা। হরেশের দাবি, মৃত্যুর কিছুক্ষণ আগে প্রেমিকা তাঁকে মেসেজে জানায়। "আমায় এখান থেকে নিয়ে যাও। নইলে ওরা আমায় মেরে ফেলবে। আমায় বিয়ে দিয়ে দেবে। আমায় বাঁচাও।" এফআইআর-এ হরেশ উল্লেখ করেন, দুধে বিষ মিশিয়ে চন্দ্রিকাকে খুন করেছে তাঁর বাবা সেন্ধাভাই প্যাটেল ও কাকা শিবরামভাই প্যাটেল। প্রমাণ লোপাট করতে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেয় তারা। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মেয়ের এমনটাই দাবি করে পরিবার। তদন্তে নেমে কাকা শিবরামভাই প্যাটেলকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক বাবা সেন্ধাভাই প্যাটেল।
মেয়ের ডাক্তারি পড়া ও লিভ ইনে মত ছিল না পরিবারের, রাগে তরণীকে গলা টিপে খুন বাবা ও কাকার
An 18-year-old woman from Gujarat's Banaskantha district was allegedly killed by her father and two uncles in a suspected case of honour killing. Just hours before her death on June 24, she texted her boyfriend, "Come and save me otherwise they will get me married." #Gujarat… pic.twitter.com/BPvOcWcEGN
— IndiaToday (@IndiaToday) August 13, 2025