Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ চলন্ত বাসে (Bus) প্রসব যন্ত্রণা। বাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন তরুণী। এরপর সেই সদ্যজাতকে বাসের জানালা (Window) দিয়ে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তরুণী ও তাঁর স্বামীর (Husband) বিরুদ্ধে। মৃত্যু সদ্যজাতর। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পারভানিতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণীর নাম রীতিকা ধেরে ও আলতাফ শেখ। পুনে থেকে বাসে পারভানিতে যাচ্ছিল তারা। পথে আচমকাই প্রসব যন্ত্রণা অনুভব করে রীতিকা। বাসের সিটেই পুত্র সন্তানের জন্ম দেন রীতিকা।

সদ্যজাতকে বাসের জানালা দিয়ে ছুড়ে ফেলে দিল বাবা-মা

এরপরই তোয়ালেতে মুড়ে সদ্যজাতকে বাসের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয় ওই দম্পতি। কিছু একটা বাইরে গিয়ে পড়ল। ওই দম্পতিকে জিজ্ঞাসা করলে আলতাফ জানান, প্যাকেটের মধ্যে বমি করে ফেলেছিলেন তাঁর স্ত্রী। সেটাই ছুড়ে বাইরে ফেলা হয়েছে। কিন্তু সন্দেহ হয় সহযাত্রীদের। বাস থামিয়ে ফেলে দেওয়া তোয়ালেটি তুলে এনে দেখা যায়, তাতে মোড়ানো রয়েছে শিশুটি। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

চলন্ত বাসে সন্তান প্রসব, সদ্যজাতকে জানালা দিয়ে ছুড়ে ফেলল দম্পতি