নয়াদিল্লিঃ হিমাচল প্রদেশে (Himachal Pradesh)বেড়াতে গিয়ে ধর্ষণের (Rape) শিকার দিল্লির (Delhi) তরুণী। ফাঁকা ঘরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল হোটেল মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, তিন বন্ধুর সঙ্গে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন নির্যাতিতা। ধর্মশালার কাছে একটি হোটেলে গিয়ে ওঠে তাঁরা। নির্যাতিতার অভিযোগ, তাঁর তিন বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। ঘরে একাই ছিলেন তিনি। সেই সুযোগে ঘরে ঢুকে তরুণীর উপর শারীরিক নির্যাতন চালায় শুভম। তাঁর তিন বন্ধুর পূর্ব পরিচিত ছিল এই হোটেল মালিক শুভম। ধর্ষণের পর তরুণীকে হুমকি পর্যন্ত দেয় সে, এমনটাই অভিযোগ। কিন্তু তাতে ভয় না পেয়ে বন্ধুরা ফিরলে সবটা খুলে বলেন নির্যাতিতা। এরপরই পুলিশের দ্বারস্থ নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুভমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের ধাঁরায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
বেড়াতে গিয়ে হোটেল মালিকের লালসার শিকার তরুণী, গ্রেফতার অভিযুক্ত
Himachal Pradesh Shocker: Woman Tourist From Delhi Raped by Hotel Owner in Dharamshala, Accused Arrested#HimachalPradesh #Delhi #Dharamshala #RapeCase
— LatestLY (@latestly) July 22, 2025
Read: https://t.co/1Fr13Qvt6e
— LatestLY (@latestly) July 22, 2025