ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডে (Jharkhand) অমানবিক ঘটনা। চুল (Hair) কেটে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হল মহিলাকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তদন্তে পুলিশ। ইতিমধ্যেই আটক তিন মহিলা।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার পিপরালি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই গ্রামে চুরির ঘটনা বাড়ে। বাড়ি থেকে চুরি হচ্ছিল জিনিসপত্র। চোর সন্দেহেই ওই মহিলাকে আটকে রাখেন গ্রামবাসীরা। এরপর তাঁর চুল কেটে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। প্রকাশ্যে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক গ্রামবাসী। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তদন্ত। প্রথমে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এরপর তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন মহিলাক আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাকিদের খোঁজ করছে পুলিশ।

চুল কাটা, গলায় ঝোলানো জুতোর মালা, চোর সন্দেহে মহিলাকে প্রকাশ্যে হেনস্থা, গ্রেফতার ৩