Representative Image (Photo Credit: Pixabay)

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনার আসল রহস্য এখনও উন্মোচন হয়নি। এই ঘটনার প্রতিবাদের আঁচ কিছুটা হলেও কমেছে, এরমধ্যেই ফের গণধর্ষণের শিকার আরও এক ডাক্তারি পড়ুয়া। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউটাউনশিপ থানা এলাকার মোহনবাগান অ্যাভিনিউতে। অভিযোগের তীর ৫ অজ্ঞাত পরিচয়ের যুবকের বিরুদ্ধে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নির্যাতিতা ওড়িশারর জলেশ্বর এলাকার বাসিন্দা। ঘটনার পর সে বর্তমানে হাসপাতালে ভর্তি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বিহার থেকে এই রাজ্যে এসেছে তাঁর পরিবার।

জঙ্গলের মধ্যে ঘটে ধর্ষণের ঘটনা

জানা যা্চ্ছে, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই তরুণী। গতকাল রাত ৮টার দিকে তরুণী তাঁর সহপাঠীর সঙ্গে ডিনার করতে বেরিয়েছিলেন। কলেজের ক্যাম্পাস থেকে কিছুটা্ দূরেই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি জঙ্গলের মতো জায়গা রয়েছে। সেখান থেকে ৫ জন যুবক বেরিয়ে এসে তাঁকে উত্তক্ত করতে শুরু করে। এরপর তাঁকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। অন্যদিকে তরুণী সঙ্গে যে ছিল, সে ভয়ে ক্যাম্পাসে পালিয়ে যায়। বেশকিছুক্ষণ পর সে ঘটনাস্থলে এসে তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যায়।

নির্যাতিতা বন্ধুর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

যদিও সহপাঠী ঘটনার প্রতিবাদ করল না কেন বা সে এই ঘটনা দেখে থানায় কেন খবর দিল না, সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। এমনকী ক্যাম্পাসে গিয়ে কলেজ কর্তৃপক্ষ বা বাকি পড়ুয়াদের জানালে তবুও এই ঘটনাটি আটকানো যেত বলে মনে করছেন তাঁরা। ফলে তাঁর ভূমিকা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠছে। এদিকে অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।