Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ফের আলোচনায় উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ফের প্রেমিকের (Boyfriend সঙ্গে মিলে স্বামীকে (Husband)  কুপিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ট্রলি ব্যাগে ভরে দেহ লোপাটের চেষ্টা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নওশাদ আহমেদ। বয়স ৩৮। উত্তরপ্রদেশের ভাটোলির বাসিন্দা । তবে কর্মসূত্রে দুবাইতে থাকতেন নওশাদ। মাত্র দিন দশেক আগেই দুবাই থেকে কিছুদিনের জন্য বাড়ি ফিরেছিলেন তিনি। আর তারপরই স্ত্রী রাজিয়ার হাতে খুন হতে হয় তাঁকে।

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর

গত ১৯ এপ্রিল রাতে স্বামীকে কুপিয়ে খুন করে রাজিয়া। এরপর দেহ ট্রলি ব্যাগে ভরে লোপাটের চেষ্টা হয়। এরপর নওশাদের বাড়ি থেকে প্রায় ৫৫ কিলমিটার দূরে একটি খামারবাড়ির সামনে থেকে উদ্ধার হয় দেহ ভর্তি ট্রলি ব্যাগ। শুরু থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল স্ত্রী রাজিয়া। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল রাজিয়া। রুমান নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় সে। রুমান সম্পর্কে নওশাদের ভাইপো। সম্ভবত, নওশাদকে খুন করে দেহ লোপাট করতে সাহায্য করেছিল রুমান। এই ঘটনার পর থেকেই পলাতক রুমান। তাকে খুঁজছে পুলিশ।

ভাইপোর সঙ্গে প্রেম, 'পথের কাঁটা' স্বামীকে খুন করে ট্রলিব্যাগে ভরল স্ত্রী