Representational Image (Photo Credit: X)

বেঙ্গালুরু, ২৫ মার্চ: ঘরের বাইরে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সেই সঙ্গে বেআইনি সব ব্যবসা। এমনই অভিযোগে এবার বেঙ্গালুরুর (Bengaluru) এক ব্যবসায়ীকে খুন করল তাঁর স্ত্রী। মায়ের সাহায্য নিয়ে প্রথমে স্বামীর খাবারে বিষ মেশায় স্ত্রী (Wife)। তারপর তাঁকে খুন করে। পুলিশ সূত্রে মিলে এমন খবর। মৃতের নাম লোকনাথ সিং। স্বামীর খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যার পর খুনি স্ত্রীকে পাকড়াও করে পুলিশ। তারপর লোকনাথ সিংয়ের শাশুড়িকেও ধরা হয় পুলিশের তরফে।

রিপোর্টে প্রকাশ, গত শনিবার বেঙ্গালুরুর চিক্কাবানাভারায় একটি শুনশান রাস্তায় লোকনাথ সিংয়ের দেহ পড়ে থাকতে দেখেন বেশ কিছু মানুষ। একটি ভাঙাচোরা গাড়ি চিক্কাবানাভারার শুনশান রাস্তায় প্রথমে পড়ে তাকতে দেখা যায়। যার জেরে সন্দেহ  বাড়লে, স্থানীয়রা সেখানে হাজির হন। এরপর পড়ে থাকা গাড়ির ভিতরে চোখ পড়তেই সেখান থেকে লোকনাথ সিংয়ের মৃতদেহ চোখে পড়ে মানুষের।

পুলিশ জানায়, প্রথমে লোকনাথ সিংয়ের খাবারে বিষ মেশানো হয়। সেই সঙ্গে কড়া ডোজ়ের ঘুমের ওষুধও যোগ করে স্ত্রী এবং শাশুড়ি। যা খেয়ে লোকনথ জ্ঞান হারালে, একটি গাড়ির ভিতরে নিয়ে চিক্কাবানাভারার শুনশান রাস্তায় তাঁকে রাখা হয়। এরপর লোকনাথের গলা চিরে তাঁকে হত্যা করে স্ত্রী এবং শাশুড়ি।

স্ত্রী এবং শাশুড়িকে জিজ্ঞাসাবাদের সময় লোকনাথের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের খোঁজ পুলিশ পায়। সেই সঙ্গে মৃতের একাধিক অবৈধ এবং বেআইনি ব্যবসাও ছিল বলে পুলিশ জানতে পারে। সেই সঙ্গে এক মহিলার সঙ্গে বিয়ের আগে থেকেই লোকনাথের সম্পর্ক ছিল। বাড়ির লোক রাজি না হওয়ায়, সেই বিয়ে হয়নি। তবে বিয়ের পরও লোকনাথ সেই মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানতে পারে পুলিশ।

আরও পড়ুন: After 2 Weeks Of Marriage Wife Killed Husband: চরম নৃশংসতা, বিয়ের ২ সপ্তাহের মধ্যে প্রেমিককে দিয়ে ভাড়াটে গুন্ডা আনিয়ে স্বামীকে খুন করল স্ত্রী, দেহ ফেলে রাখল ফসলের ক্ষেতে

ফলে বিয়ের পরপরই লোকনাথ নিজের স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসে। তার সঙ্গে সম্পর্ক প্রায় রাখেই না। সম্প্রতি লোকনাথেপ বিবাহ বহির্ভূ সম্পর্ক এবং আরও একটি বিয়ের কথা শ্বশুরবাড়ির লোকজন জানতে পারেন। তারপরই লোকনাথকে বিষ খাইয়ে গলা চিরে খুন করে স্ত্রী।

প্রসঙ্গত একাধিক বেআইনি ব্যবসার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের অপরাধ দমন শাখার নজরে বেশ কিছুদিন ধরেই ছিলেন এই লোকনাথ সিং।