Wife Killed Husband After 2 Weeks Of Marriage (Photo Credit: X)

দিল্লি, ২৫ মার্চ: বিয়ের মাত্র ২ সপ্তাহের মধ্যে স্বামীকে খুনের পরিকল্পনা স্ত্রীর (Wife)। শুনতে অবাক লাগলেও, এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আউরিয়ায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসায়, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যেখানে বিয়ের মাত্র ২ সপ্তাহের মধ্যে স্বামীকে খুন করতে উদ্যোগী হয়ে পড়ে স্ত্রী। ফলে প্রেমিককে দিয়ে গুন্ডা ভাড়া করে প্রগতি যাদব নামে ওই তরুণী। প্রেমিক (Lover) অনুরাগ যাদব প্রগতির সমস্ত কথা শুনে গুন্ডা ভাড়া করে। শেষে দিলীপ যাদব অর্থাৎ প্রগতির সদ্য বিবাহিত স্বামীকে খুন করে তাদের ভাড়াটে গুন্ডারা।

রিপোর্টে প্রকাশ, গত ১৯ মার্চ আউরিয়ায় একটি মাঠের মাঝে দিলীপ যাদবকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁর বাড়িতে খবর দিলে, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা চললেও, দিলীপের শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। এরপর দিলীপকে মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে অবস্থা শুধরোয়নি। পরে তাঁকে আগ্রার আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দিলীপ যাদবের মৃত্যু হয় আগ্রার ওই হাসপাতাল গত ২১ মার্চ।

রিপোর্টে প্রকাশ, দিলীপ যাদবকে খুন করতে প্রগতি এবং অনুরাগ ভাড়াটে গুন্ডা রামজি চৌধুরীকে নিয়ে আসে। এরপর রামজি চৌধুরী দিলীপকে খুনের চেষ্টা চাায়। তবে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে দিলীপকে ক্ষেতে ফেলে পালায় রামজি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে সমস্ত ঘটনার বিবরণ পেয়ে যায়। এরপরই প্রগতি, অনুরাগ এবং তাদের ভাড়াটে গুন্ডা রামজি চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, ২ লক্ষ টাকার বিনিময়ে রামজি চৌধুরীকে ভাড়া করে অনুরাগ যাদব। প্রগতির কথায় রাজি হয়ে অনুরাগ ভাড়াটে গুন্ডা নিয়ে হাজির হয় প্রেমিকার স্বামীকে খুন করতে। ওই ঘটনায়  আর কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে জোর কদমে।

আরও পড়ুন: Muskan Rastogi's Murder Plan Of His Husband Revealed: নেভি অফিসারকে খুনের গোটা পরিকল্পনা মুসকানের, সাহিলকে ব্যবহার করে ঘৃণ্য অপরাধ ঘটায় সৌরভের স্ত্রী

সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্ল একযোগে খুন করে সৌরভকে। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে লন্ডন থেকে সৌরভ বাড়িতে ফিরলে, তাঁকে নৃশংসভাবে খুন করে মুসকান এবং সাহিল।