নয়াদিল্লিঃ সুখের সংসারে আচমকা ঝড়। স্বামীকে খুন করে দেহ ট্রলি ভরে পালিয়ে গেল স্ত্রী। মেয়েকে ফোন করে গোটা ঘটনা নিজের মুখেই স্বীকার করল মহিলা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুরের দুলদুলা থানার অন্তর্গত ভিঞ্জপুর গ্রামে।। ৪৩ বছরের এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সন্তোষ ভগত। কোরবা এলাকার বাসিন্দা তিনি। স্ত্রীকে নিয়ে ওই এলাকাতেই থাকতেন সন্তোষ। তিন মেয়ে রয়েছে তাঁর। তবে প্রত্যেকেই বিবাহিত।
স্বামীকে খুন করে পালাল স্ত্রী
অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামী সন্তোষকে খুন করে বসে স্ত্রী। এরপর বড় মেয়েকে ফোন করে গোটা ঘটনা জানায় সে। এরপরই পুলিশের দ্বারস্থ হন মেয়ে। পুলিশ গিয়ে বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে। একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হয় সন্তোষের দেহ। তদন্তে নেমে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা নিজের মুখে স্বীকার করে অভিযুক্ত। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। অন্যদিকে সন্তোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্বামীকে খুন করে দেহ ট্রলি ব্যাগে ভরে পালাল স্ত্রী
'मैंने तेरे पापा को मार दिया', पति की हत्या कर लाश को सूटकेस में भरा, बेटी को लगाया फोन https://t.co/hYSZTi7XJ0
— India TV (@indiatvnews) November 10, 2025