পূর্ণিয়া: কয়েকজন লোক শ্লীলতাহানি (molestation) করার চেষ্টা করেছিল। তার থেকে বাঁচতে চলন্ত বাস (Moving Bus) থেকে ঝাঁপ (jumped) দিলেন এক মহিলা (woman)। পরে তাঁকে রাস্তা থেকে গুরুতর জখম অবস্থায় (injured condition) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnea)।
এপ্রসঙ্গে পূর্ণিয়া জেলার পুলিশ সুপার জানান, বুধবার মধ্যরাতে পূর্ণিয়ার রাস্তায় একজন মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন নজরদারির কাজে থাকা পুলিশকর্মীরা। তাঁকে প্রশ্ন করে জানা যায়, তিনি শিলিগুড়ি (Siliguri) থেকে বাসে চেপে বৈশালি (Vaishali) আসছিলেন। বাসের মধ্যে তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে কয়েকজন। তাদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকেই ঝাঁপ দেন তিনি। বর্তমানে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Purnea, Bihar | Police found a woman lying in an injured condition on the road post-midnight today. She stated that she was travelling on a bus to Siliguri from Vaishali when few men tried to harass her, to save herself she jumped from the moving bus. Woman shifted to hospital:SP pic.twitter.com/JQe9Z1H5i8
— ANI (@ANI) January 25, 2023
পূর্ণিয়া সরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃ সি কে সিনহা জানান, ওই মহিলার মাথায় খুব জোরে আঘাত (head injury) লেগেছে। তাঁকে গুরুতর জখম অবস্থাতে হাসপাতালে নিয়ে এসেছে পুলিশ।
Bihar | The woman's condition is serious as she received a head injury. She was brought here by the police: Dr CK Sinha, Govt hospital, Purnea pic.twitter.com/QIT8EzFw0x
— ANI (@ANI) January 25, 2023