Representative Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ দেশে ফের ধর্ষণের (Rape) ঘটনা। এবার চলন্ত ট্রেনে (Moving Train) গণধর্ষণের (Gang Rape) শিকার মহিলা। অভিযোগ, ধর্ষণের পর চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় নির্যাতিতাকে। পাশের রেললাইনে ছিটকে পড়েন তিনি। সেই সময় ওই ট্র্যাক থেকে ট্রেন আসায় কাটা পড়ে নির্যাতিতার একটি পা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।

চলন্ত ট্রেনে মহিলাকে গণধর্ষণ, ভয়ঙ্কর পরিনতি নির্যাতিতার

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। গত ৪ জুলাই ট্রেনে চেপে যাচ্ছিলেন তিনি। সেই সময় ট্রেনের মধ্যেই তাঁকে গণধর্ষণ করে তিন-চার যুবক। এরপর ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় তাঁকে। এতটুকুই মনে আছে তাঁর। সোনিপতের রেললাইন থেকে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোহতকের পিজিআইএমএসে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট রয়েছে তাঁর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বয়ান করা হয়েছে নির্যাতিতার রেকর্ড। তদন্তে নেমে জানা গিয়েছে, গত ২৪ জুন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান নির্যাতিতা। ২৬ জুন থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কামড়ার মধ্যে গণধর্ষণ, চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল নির্যাতিতাকে