নয়াদিল্লিঃ গুগল ম্যাপে (Google Map) ভরসা করে ফের বিপদ। ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে সোজা গাড়ি(Car) নিয়ে জলে পড়ল গাড়ি। শুক্রবার ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে(Navi Mumbai)। বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে এই ঘতনাটি ঘটে বলে জানা গিয়েছে।
গুগল ম্যাপে ভরসা করে বিপদ, জলে পড়ল গাড়ি
একটি বিলাসবহুল 'অডি' গাড়ি নিয়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছিলেন এক মহিলা। বেলাপুরে একটি ব্রিজে ওঠার কথা ছিল মহিলার। কিন্তু গুগল ম্যাপ ব্রিজের নীচ দিয়ে একটি রাস্তা দেখায়। গুগল ম্যাপ অনুসরণ করে সেই পথে যেতেই ঘটল বিপদ। জলে পড়ে গাড়িটি। ঘটনার সময় কোনও কারণে ঘটনাস্থলেই উপস্থিত ছিল পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়িটিকে জল থেকে তোলার ব্যবস্থা করা হয়। সারারাত অভিযান চালিয়ে ক্রেনের সাহায্য জল থেকে তোলা হয় গাড়িটিকে। এই ঘটনায় আহত হয়েছে ওই মহিলা চালক। তবে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
গুগল ম্যাপে অন্ধবিশ্বাস করে ফের বিপদ, গাড়ি নিয়ে সোজা জলে পড়লেন মহিলা
#FLASH: Around 1 AM, a woman’s car plunged into a creek after Google Maps directed her to a dead-end near Belapur.
Nearby coastal security personnel rushed to rescue the woman from the submerged vehicle.
@MumbaiPolice @MahaCyber1 @road_lovers @IndAutoJourno @googlemaps… pic.twitter.com/yjnQCimliO
— The New Indian (@TheNewIndian_in) July 26, 2025