
নয়াদিল্লিঃ পেট চালাতে ছেড়েছেন ঘর। স্ত্রী(Wife), পরিবারের (Family) মুখে অন্ন জোগাতে গ্রাম ছেড়ে পা দিতে হয়েছে দিল্লিতে (Delhi)। সেখানেই দিনমজুরের কাজ করে পেট চলে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে যে নিজের ভাইপোর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী তা ঘুণাক্ষরেও টেড় পাননি গুলবাহার। এবার ঘর থেকে টাকা ও গয়না নিয়ে সেই ভাইপোর হাত ধরেই পালাল তাঁর স্ত্রী। পুলিশের দ্বারস্থ অসহায় গুলবাহার। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউনে। গুলবাহারের স্ত্রীয়ের নাম খুশনুমা।
সংসার ছেড়ে ভাইপোর হাত ধরে পালাল গৃহবধূ
দীর্ঘদিন ধরেই স্বামীর চোখের আড়ালে ভাইপো আফজলের সঙ্গে মেলামেশা শুরু করেন খুশনুমা। আফজলের বয়স মাত্র ২২। এরপরই আফজলের হাত ধরে পালানোর সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো গত ১০ জুন ঘর থেকে টাকা ও ৩০ হাজার টাকার গয়না নিয়ে পালান তিনি। যাওয়ার আগে গুলবাহারকে স্ত্রী বলেন, বিসোলিতে ওষুধ আনতে যাচ্ছেন তিনি। কিন্তু এরপর রাত হয়ে গেলেও স্ত্রী না ফেরায় সন্দেহ হয় গুলবাহারের। এরপরই পরিস্থিতর আঁচ পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই খুশনামা ও আফজলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এই যুগলের ফোনের লোকেশন।
ভাইপোর সঙ্গে প্রেম, ঘর থেকে টাকাপয়সা ও গয়না নিয়ে পালাল গৃহবধূ
Uttar Pradesh Shocker: Woman Elopes With 22-Year-Old Nephew; Takes Cash INR 30,000, Jewellery#UttarPradesh #Elopes #CrimeNews
— LatestLY (@latestly) June 14, 2025
Read: https://t.co/YJcThNktk2
— LatestLY (@latestly) June 14, 2025