নয়াদিল্লিঃ দুষ্টুমি করলে ছেলেমেয়েকে (Children) শাসন করার অধিকার অবশ্যই আছে মা-বাবার (Parents)। কিন্তু শাসনের নামে সন্তানের গায়ে গরম লোহার ছ্যাঁকা। গলায়, হাতে, পায়ে একাধিক ক্ষত। গ্রেফতার মা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুব্বালির টিপ্পু নগরে। ধৃত মহিলার নাম আনুষা হুলিমারা। জানা গিয়েছে, নিজের বাড়িতে মাঝেমধ্যেই সন্তানকে শাসন করতেন তিনি। নানান চেঁচামেচির শব্দ পেতেন প্রতিবেশীরা। এদিনও এমনই আওয়াজ পেয়ে মহিলার ফ্ল্যাটে যান প্রতিবেশীরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন, শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিচ্ছেন আনুষা নামে ওই মহিলা।
ছেলের গায়ে গরম লোহার ছ্যাঁকা, গ্রেফতার মা
অভিযুক্ত মহিলার দাবি, ছেলে অবাধ্য হওয়ায় শাস্তি দিচ্ছেন তাঁকে। এরপরই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে আটক করে ওই মহিলাকে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুর গলায়, পায়ে, হাতে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কিত শিশু। অন্যদিকে এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে শিশুকল্যাণ সমিতি। অন্যদিকে পুলিশ ওই মহিলার মোবাইল বাজেয়াপ্ত করেছে। সেই মোবাইলে ছেলেকে অত্যাচারের কিছু ভিডিয়ো পাওয়া গিয়েছে। ওই মহিলা মানসিকভাবে অসুস্থ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
দুষ্টুমির শাস্তি গরম লোহার ছ্যাঁকা, ছেলেকে 'শাসন' করার নামে অত্যাচার, গ্রেফতার মা
Woman Burns Son's Hands, Legs With Hot Iron Rod For Being 'Naughty', Arrested https://t.co/KP2UiD1Olz pic.twitter.com/HvsviMJXMd
— NDTV (@ndtv) June 17, 2025