নয়াদিল্লিঃ ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। দূরপাল্লার ট্রেনের(Train) ধর্ষিতা(Raped) মহিলা। ফাঁকা কামরায় মহিলাকে ধর্ষণের(Rape) অভিযোগ উঠল কুলির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) বান্দ্রায়(Bandra)।
দূরপাল্লার ট্রেনের কামরায় একা পেয়েই মহিলাকে ধর্ষণের অভিযোগ
জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি মাঝরাতে দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রা টার্মিনাসে পৌঁছন এক মধ্য বয়সী মহিলা। সঙ্গে ছিল তাঁর ছেলে। এরপর সেখান থেকে অন্য একটি ট্রেনে ওঠেন তাঁরা। সেই সময় ওই ট্রেনের কামরায় এক কুলি এবং ওই মহিলা ছাড়া কেউ উপস্থিত ছিল না। অভিযোগ এরপরই মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে ওই কুলি। এরপর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় বান্দ্রা জিআরপি স্টেশনে পৌঁছন নির্যাতিতা। অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত কুলির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
দূরপাল্লার ট্রেনে ধর্ষিতা মহিলা, গ্রেফতার কুলি
A porter has been arrested for allegedly raping a woman on a long-distance train at Mumbai's Bandra Terminus, according to a police official. #Crime #Mumbai #Rape #BandraTerminus pic.twitter.com/Itb5Z4dSgD
— First India (@thefirstindia) February 3, 2025